Home / আন্তর্জাতিক / প্রবাস / মালয়েশিয়ায় বঙ্গবন্ধুর ৯৮তম জন্মদিন পালিত
মালয়েশিয়ায় বঙ্গবন্ধুর ৯৮তম জন্মদিন পালিত

মালয়েশিয়ায় বঙ্গবন্ধুর ৯৮তম জন্মদিন পালিত

মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন পালিত হয় । শুক্রবার (১৭ মার্চ ) স্থানীয় সময় সকাল ১০ টায় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুর হয়।

এ সময় সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মহ. শহীদুল ইসলাম।
এ ছাড়া মালয়েশিয়া আওয়ামী লীগ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগের নেতারাও পুষ্প¯তবক অর্পণ করে প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

আলোচনা সভায় মালয়েশিয়ায় নিযুক্ত হাইকমিশনার মহ: শহীদুল ইসলামের সভাপতিত্বে সভায় রাষ্ট্রপতির বাণী পাঠ করেন, দূতালয় প্রধান ওয়াহিদা আহমেদ, প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন ফার্স্ট সেক্রেটারি মিনিস্টার রইছ হাসান সারোয়ার,পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করেন ফার্স্ট সেক্রেটারি ধনঞ্জয় কুমার দাস, পরারাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন শ্রম শাখার ২য় সচিব ফরিদ আহমদ প্রদত্ত বাণী উপস্থিত শ্রোতাদের পাঠ করে শোনানো হয়।

শ্রম কাউন্সেলর সায়েদুল ইসলামের অনুষ্ঠান পরিচালনায় সমাপনি বক্তব্যে হাইকমিশনার শহীদুল ইসলাম বলেন, ‘ সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মদিন। জাতীয় শিশু দিবস। আমি বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি এবং আগামী দিনের কর্ণধার আজকের শিশুদের অভিনন্দন জানাই।’

বাংলাদেশের বর্তমান সরকারের সফলতা উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আজ বাংলাদেশ দিন দিন উন্নত হচ্ছে। বিশ্বের কাছে আজ বাংলাদেশ একটি রোল মডেল হিসেবে পরিচিত লাভ করেছে। শুধুমাত্র জননেত্রী শেখ হাসিনার কারণে বাংলাদেশের ক্রিকেটকে সারাবিশ্ব আজ একনামে চেনে । ’

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাই কমিশনের স্টাফ সফিকুর রহমান।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, দূতাবাসের ডিফেন্স উইং প্রধান এয়ার কমোডর হুমায়ূন কবির, ফাস্টসেক্রেটারি এস কে শাহীন, পাসপোর্ট ও ভিসা শাখার ফাস্টসেক্রেটারি মশিউর রহমান তালুকদার, শ্রম শাখার ১ম সচিব হেদায়েতুল ইসলাম মন্ডল, ২য় সচিব তাহমিনা বেগম, আওয়ামী লীগ নেতা জামিল হোসেন নাসির, মালয়েশিয়া আওয়ামী লীগ নেতা শাখাওয়াত হক জোসেফ, মালয়েশিয়া যুবলীগের আহবায়ক তাজকির আহমেদ, কাজল মিয়া, মো: রায়হান, রেজাউল হক লায়ন, শ্রমিক লীগের সভাপতি ন্জামুল ইসলাম বাবুল, শাহ আলম হাওলাদার, সাধারণ সম্পাদক এস এম আবুল হোসেন, ছাত্রলীগের যুগ্ন-আহবায়ক রাশেল শিকদার, আনিসুর রহমান রিপন সহ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীগণ,ব্যবসায়ী,সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবর্গ ।

অনুষ্ঠান শেষে হাইকমিশনার শহীদুল ইসলাম বঙ্গবন্ধুর জন্মদিনের কেট কাটেন ও দূতাবাস প্রাঙ্গণে অনুষ্ঠিত চিত্রাংকন প্রতিযোগিতায় ১ম, ২য়, ৩য় সেরা তিন জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন তিনি।

বশির আহমেদ ফারুক, মালয়েশিয়া
: আপডেট, বাংলাদেশ সময় ০৭: ২৬ পিএম, ১৭ মার্চ ২০১৭, শুক্রবার
ডিএইচ

Leave a Reply