Home / চাঁদপুর / চাঁদপুরে মার্কেটগুলোতে স্বাস্থ্যবিধি নিশ্চিতে কাজ করছে পুলিশ
মার্কেটগুলোতে

চাঁদপুরে মার্কেটগুলোতে স্বাস্থ্যবিধি নিশ্চিতে কাজ করছে পুলিশ

“আসুন নিজে মাস্ক পরি ও অপরকে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করি” এ স্লোগানে কোভিড-১৯ সংক্রমণ রোধে সরকার ঘোষিত বিধিনিষেধ কার্যকর করতে কাজ করছে চাঁদপুর জেলা পুলিশ।

২ মে রোববার দুপুরে শহরের হাকিম প্লাজা, রেলওয়ে হর্কাস মার্কেট, মীর শপিং কমপ্লেক্সেসহ কয়েকটি ব্যবসায় প্রতিষ্ঠানে চাঁদপুর জেলা পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম-বার এর নির্দেশক্রমে সামাজিক দূরত্ব বজায় রেখে ক্রেতা-বিক্রেতার মাস্ক নিশ্চিত করার জন্য নির্দেশ প্রদান করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধা সরকার।

এসময় সহকারী পুলিশ সুপার জান্নাতুল ফেরদৌস, চাঁদপুর সদর মডেল থানার ওসি মুহাম্মদ আবদুর রশিদসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধা সরকার জানায়, মার্কেটগুলোতে ক্রেতাদের তুলনায় বিক্রেতাদেরই বেশীর ভাগ মাস্ক নেই। আমরা দোকানদারদের সামাজিক দূরত্ব বজায় রেখে মাস্ক নিশ্চিত করে ব্যবসা পরিচালনার জন্য নির্দেশ দিয়েছি।

সিনিয়র স্টাফ করেসপন্ডেট