Home / চাঁদপুর / ‘মানুষের সকল চাওয়া পাওয়া পূরণ হয় না’
মানুষের সকল চাওয়া পাওয়া পূরণ হয় না

‘মানুষের সকল চাওয়া পাওয়া পূরণ হয় না’

১৩১ তম রোভার স্কাউট লিডার ওরিয়েন্টেশন কোর্স উপলক্ষে চাঁদপুরের জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল

জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল বলেছেন, দেশও জাতির জন্য স্কাউটের ভ’মিকা অপরিসীম। দৈনন্দিন জীবনে প্রতিটি মানুষেরই উপর ওয়লার কাছে কমপক্ষে একটি চাওয়া পাওয়া থেকে থাকে। তা হল সুস্থ থাকা। মানুষের সকল চাওয়া পাওয়া পূরণ হয় না। একজন মানুষ সুস্থ থাকলেই নিজস্ব চাওয়া পাওয়ার জন্য কাজ করতে পারে।

শুক্রবার সকালে বাংলাদেশ স্বাউটস রোভার অঞ্চলের আয়োজনে এবং বাংলাদেশ স্কাইটস চাঁদপুর রোভারের ব্যবস্থাপনায় ১৩১ তম রোভার স্কাউট লিডার ওরিয়েন্টেশন কোর্স প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা রোভার কমিশনার প্রফেসর এম. এ মতিন মিয়ার সভাপতিত্বে ও বাংলাদেশ স্কাউটস জেলা শাখার সহকারি পরিচালক মোঃ ইকবাল হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা শাখার স্কাইটস কমিশনার অজয় ভৌমিক, রোভার সম্পাদক নজরুল ইসলাম।

কোর্স লিডার হিসাবে দায়িত্ব পালন করেন খান মাইনুদ্দিন আল মামুদ সোহেল, মোঃ আখতারুজ্জামান ও নজরুল ইসলাম।

মাজহারুল ইসলাম অনিক, স্টাফ করেসপন্ডেন্ট, চাঁদপুর টাইমস

|| আপডেট: ১১:০২ অপরাহ্ন, ১৯ ফেব্রুয়ারি ২০১৬, শুক্রবার

এমআরআর