Home / চাঁদপুর / চাঁদপুরে ছাত্র-যুব পরিষদের মানববন্ধন
মানববন্ধন

চাঁদপুরে ছাত্র-যুব পরিষদের মানববন্ধন

চাঁদপুর শপথ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবিতে আজ বিকাল ৪ টায় চত্বরে চাঁদপুর জেলা ছাত্র ও যুব অধিকার পরিষদের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

চাঁদপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সামিউল প্রধানের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন যুব অধিকার পরিষদের আহ্বায়ক সালমান ফারসি,সদস্য সচিব নিয়াজ মোর্শেদ,যুগ্ম-আহ্বায়ক উমর সালমান,যুগ্ম-সদস্য সচিব শেখ রুবেল ছাত্র অধিকার পরিষদের সহ সভাপতি আক্তারুজ্জামান দিপু,প্রচার ও প্রকাশনা সম্পাদক জিএম মানিক।

চাঁদপুর জেলা যুব অধিকার পরিষদের আহ্বায়ক সালমান ফারসি বক্তব্যে বলেন, বর্তমান সরকার নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ ব্যর্থ। সরকার জনগণের ভোটের অধিকার হরণ করেছে, এখন ভাতের অধিকার হরণ করছে।

মানববন্ধনে ছাত্র ও যুব অধিকার পরিষদের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রেস বিজ্ঞপ্তি , ২৫ অক্টোবর ২০২১
এজি