Home / চাঁদপুর / ডাচবাংলা ব্যাংকের আউটলেট শাখায় সেবা পাচ্ছে মৈশাদীবাসী
ডাচবাংলা-ব্যাংক

ডাচবাংলা ব্যাংকের আউটলেট শাখায় সেবা পাচ্ছে মৈশাদীবাসী

হাতের নাগালেই ডাচবাংলা ব্যাংকিং সেবা পাচ্ছেন চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়ন বাসি। কয়েক মাস ধরে মৈশাদী তালতলা বাজারে ডাচবাংলা ব্যাংকের আউটলেট শাখা চালু করা হয়।

যেখানে সপ্তাহে ৬ দিন সকাল ৯টা থেকে রাত ৭ টা পর্যন্ত নগদ লেনদেন ও একাউন্ট খোলার ব্যবস্থা রয়েছে। গ্রামের নিকটতমস্থানে এমন ব্যাংকিং সেবা পেয়ে খুশি গ্রাহকরা। যার পরিচালনার দায়িত্বে রয়েছে সমির বর্মন। মৈশাদী তালতলা বাজারের এই ডাচবাংলা আউটলেট শাখায় যেসব সেবা পাচ্ছেন গ্রাহকরা তাহলে-ফ্রি একাউন্ট খােলা।

একাউন্ট খুললেই এটিএম কার্ড ফ্রি, ডিপিএস করা এবং বিদ্যুৎ বিল গ্রহণ ও,C Nexus Pay Apps এর মাধ্যমে ঘরে বসে লেনদেন করার সুবিধা, এফ.ডি.আর করা হয় এবং স্কুল ব্যাংকিং করা হয়।

রকেট সেবা প্রদান এবং উপবৃত্তির টাকা উত্তোলন। বিদেশ হতে পাঠানাে টাকা উত্তোলন। ডাচ্-বাংলা ব্যাংকের সকল শাখা হতে টাকা জমা ও উত্তোলন সুবিধা। একাউন্টে কোন মাসিক ও বাৎসরিক সার্ভিস চার্জ নেই। গােপন নাম্বারে বিদেশ থেকে টাকা আনা,বেতন,ভাতা প্রদান ফ্রি। জমাকৃত টাকার উপর আকর্ষণীয় মুনাফা।

অন্য একাউন্টে টাকা স্থানান্তর করা। টাকা লেনদেন করার পর মােবাইলের মাধ্যমে এসএমএস পাওয়া, লােনের সুবিধা এবং চেকের সুবিধা প্রদান। সম্পূর্ণ অনলাইন ব্যাংকিং সুবিধা প্রদানসহ সুদ মুক্ত হিসাব খােলা হয়। এছাড়াও বায়োমেট্রিক একাউন্ট ছাপের মাধ্যমে ১০০% নিরাপদ ব্যাংকিং সুবিদা দেয়া হয়।

ইউনিয়নে ডাচবাংলা ব্যাংকের এমন সেবা পেয়ে গ্রাহকরা খুবই আনন্দিত।

কবির হোসেন মিজি, ২৫ অক্টোবর ২০২১

এজি