Home / সারাদেশ / মাধ্যমিক স্কুলগুলো ৬ মে থেকে ৩৪ দিন ছুটি
education law

মাধ্যমিক স্কুলগুলো ৬ মে থেকে ৩৪ দিন ছুটি

সারাদেশের মাধ্যমিক স্কুলগুলো মতো চাঁদপুরের ২ শ’ ৯৩টি মাধ্যমিক স্কুলে ৬ মে থেকে ৩৪ দিন ছুটি। শিক্ষা মন্ত্রণায়ের বর্ষপুঞ্জি অনুযায়ি রোববার (৫ মে) ২০১৯ শিক্ষাবর্ষের ৬ মে থেকে ১৩ জুন পর্যন্ত ৩৪ দিন ছুটি ঘোষণা করেছে মাধ্যমিক স্কুলগলোর প্রতিষ্ঠান প্রধানগণ।

গ্রীষ্মকালীন অবকাশ,পবিত্র মাহে রমজান, বুদ্ধ পূর্ণিমা, জুমাতুল বিদা ও ঈদুল ফিতরের জন্যে এ ছুটি ঘোষিত হয়েছে। ছুটির পর শুরু হবে ২২ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত অর্ধ-বার্ষিকী পরীক্ষা। যা ১২ দিন পর্যন্ত চলবে। ফলাফল ঘোষিত হবে ২০ জুলাই ।

চাঁদপুরের ১ হাজার ১শ’ প্রাথমিক স্কুলেও অনুরূপ ৫ মে থেকে ১৪ মে পর্যন্ত ৪৫ দিন ছুটি রয়েছে।

স্টাফ করেসপন্ডেন্ট
৫ মে ২০১৯