Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে মাদ্রাসা শিক্ষককে মারধর করে নাকের হাড় ভেঙে দিল যুবক
মাদ্রাসা শিক্ষককে

ফরিদগঞ্জে মাদ্রাসা শিক্ষককে মারধর করে নাকের হাড় ভেঙে দিল যুবক

ফরিদগঞ্জে চলাচলের রাস্তায় বেড়া দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করায় এবং সেই রাস্তায় দিয়ে যাওয়ার সময় কেন রাস্তায় বেড়া দেওয়া হয়েছে সেটা জানতে চাওয়ায় সাবেক এক মাদ্রাসা শিক্ষককে মারধর করেছে এক যুবক।

ঘটনাটি ঘটেছে ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের পূর্ব ধানুয়া গ্রামের পাটোয়ারী বাড়িতে।

২৯ মে শনিবার ফরিদগঞ্জ উপজেলার উত্তর গোবিন্দপুর ইউনিয়নের ধানুয়া গ্রামের পাটোয়ারী বাড়ির উত্তর পাশ দিয়ে ব্যাপারী বাড়ি, হাজী বাড়ি ও কাজী বাড়ির যাওয়ার রাস্তায়। বেড়া দিচ্ছিলেন আমিন পাটোয়ারী এবং তার ছেলে বাবু পাটোয়ারী ওই রাস্তা দিয়ে ধানুয়া সালেহিয়া ফাজিল মাদ্রাসার সাবেক শিক্ষক মাওলানা হোসাইন মৌলভি(৭৫) যাচ্ছিলেন, হঠাৎ রাস্তায় বেড়া দেখে বাবু পাটোয়ারীকে বেড়া দিয়েছেন কেন?

এমন প্রশ্নে ক্ষেপে উঠেন এক পর্যায়ে কথা কাটাকাটির হয়। পরে বাবু পাটোয়ারী তেড়ে এসে সাবেক মাদ্রাসা শিক্ষক বৃদ্ধ হোসাইন মৌলভিকে মারধর করে নাকের হাড় ভেঙে দেয়। এতে তিনি মারাত্বক আহত হন।

পরে তাকে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে অবস্থা বেগতিক হওয়ায় তাকে চাঁদপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

এ বাপারে ভুক্তভোগীর চাচাতো ভাই সাবেক ইউপি সদস্য আতিক মেম্বার জানান, বাবু পাটোয়ারী যা করেছে এটা মারাত্বক অন্যায় আমরা এর কঠিন বিচার আশা করি।

রাস্তায় বেড়া দিয়ে ইউসুফ বেপারীর বাসার সামনে দিয়ে বেড়া দেওয়ায় তার দোকানের দোকানদার দোকান ভাড়া নেবেন না বলে দোকান ছেড়ে দিয়েছেন। ইউসুফ ব্যাপারী বলেন আমরা নিরীহ মানুষ তাই কিছু বলার থাকলেও কিছু বলতে পারছিনা ভয়ে।

এ ব্যাপারে ভুক্তভোগীর জামাতা লিয়াকত পাটোয়ারী জানান, আমার শ্বশুরের অবস্থা খুব খারাপ তার নাকের হাড় ভেঙে গেছে তার নাক মুখ দিয়ে অঝোরে রক্ত বের হচ্ছে। এই মুহুর্তে তার সুস্থতার জন্য চেষ্টা করে যাচ্ছি তার সুস্থতার উপর নির্ভর করবে কি করা যায়। তবে তাদের বিরুদ্ধে আইনের আশ্রয় নিবো।

ঘটনা বিষয়ে আমিন পাটোয়ারীর সাথে মুঠোফোনে যোগাযোগের করা হলে তিনি বলেন এই ব্যাপারে আমি কিছুই যানি না,পুনরায় প্রশ্ন করলে তিনি রেগে গিয়ে বলেন আপনি জানেন না কি হইছে আমি হোসেন মৌলভীকে দেখতে এসেছি বলে ফোন কেটে দেন।

প্রতিবেদক:শিমুল হাছান,৩০ মে ২০২১