Home / বিশেষ সংবাদ / ‘মাদ্রাসাপড়ুয়া পরী ঘুম কেড়ে নিয়েছিল, তার একটু পরশের জন্য মাদ্রাসায় ভর্তি হই’
মাদ্রাসাপড়ুয়া পরী ঘুম কেড়ে নিয়েছিল, পরশের জন্য মাদ্রাসায় ভর্তি হই
ছবিটি- প্রতীকী

‘মাদ্রাসাপড়ুয়া পরী ঘুম কেড়ে নিয়েছিল, তার একটু পরশের জন্য মাদ্রাসায় ভর্তি হই’

আমি একজন সাধারণ ছেলে । ছোট বেলায় খুব মেধাবী ছিলাম । ক্লাস 7 এ মাদ্রাসায় পড়ুয়া কোন এক পরী আমার ঘুম কেড়ে নিয়েছিল । তাই তার একটু পরশের জন্য সবার অনিচ্ছায় আমিও ঐ একই মাদ্রাসায় ভর্তি হই। অনেক চেষ্টার পর আমি আমার ভালবাসার মানুষটির কিছুটা সান্নিধ্য পেয়েছিলাম কিন্তু সেটা ক্ষণিকের জন্য ছিল। হঠাৎ করেই সে আমার সাথে relation নষ্ট করে। সঠিক কারণটা আজ পর্যন্ত জানতে পারি নি। আর সেখান থেকেই আমার দাখিল পাশ হয় । বুঝতে পেরেছেন হয়ত আমার result খুব ভাল ছিল না । খুব হতাশ হয়েছিলাম। ও ছাড়া আমার পৃথিবীতে সূর্য উঠত না । পরিবারের খুব অবাধ্য ছেলে আমি। সবশেষে আমাকে ভর্তি করা হয় Civil ingineering এ । এখন কিছুটা হলেও বুঝতে শিখেছি আমি আমার ভবিষ্যত নিয়ে খুব চিন্তিত কত স্বপ্ন ছিল আমার আর এখন সব শেষ । ওর কথা মনে পড়তেই আমার ভিষণ কষ্ট হয় আমার চলার পথে আমি সত্যিই বড্ড একা। যাইহোক আমার সম্পর্কে এতটুকু জানার পর কি সিদ্ধান্ত দিবেন আমায়? এখন আমার কী করণীয়?

সমাধান-

আচ্ছা ভাইয়া, যে মেয়ে আপনাকে কষ্ট দিয়েছে, আপনাকে ছেড়ে চলে গেছে তার কথা ভেবে আপনার ভবিষ্যৎ তো নষ্ট করলে চলবে না। আগে যা হওয়ার হয়ে গেছে, তখন তাকে আপনি খুব ভালোবেসেছিলেন আর বিশ্বাস করেছিলেন। তখন আপনি জানতেন না কিন্তু এখন তো আপনি জানেন যে সে মেয়ে আপনাকে ভালোবাসেনি। এখন আপনি ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হয়েছেন, এখন তো আপনাকে যুক্তি দিয়ে অ্যানালাইটিক্যালি ভাবতে হবে। ওই মেয়ে আপনাকে ডিজার্ভ করেনা।ওর কথা ভেবে নিজের অশান্তি ডাকছেন কেন? আল্লাহর কাছে শোকর করুন যে সময় থাকতে আপনি একটা ভুল সম্পর্কের জাল থেকে বের হয়ে আসতে পেরেছেন। আর ন্যাচারাল জাস্টিস বলে একটা কথা আছে। দুনিয়াতে কোনো না কোনো একদিন মেয়েটা তার অন্যায়ের উপলব্ধি করতে পারবে, আল্লাহ তাকে সে সদবুদ্ধি দিন এই দোয়া করি। আর ভাইয়া আপনি এখন মন দিয়ে পড়াশোনা করুন। আপনার জন্য আল্লাহ নিশ্চয়ই অনেক লক্ষীমন্ত কোনো মেয়ে স্ত্রী হিসেবে ঠিক করে রেখেছেন, সময় হলে ঠিকই সে আপনার জীবনে আসবে। এখন মনটাকে শক্ত করে পড়াশোনায় মন দিন। পরিবার যেন আপনার ওপর থেকে হারানো আস্থা ফিরে পায়। আপনি দেখিয়ে দিন- যে আপনিও পারেন।

শুভকামনা পরামর্শ দিয়েছেন :
অথই নীলিমা প্রভাষক
পদার্থবিজ্ঞান বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়
(সূত্র- প্রিয় আনসার)
ডেস্ক ।। আপডেট : ০৮:৩০ এএম, ২৪ ডিসেম্বর ২০১৫, বৃহস্পতিবার
ডিএইচ