Home / চাঁদপুর / চাঁদপুরে গোয়েন্দা অভিযানে ‘মাদক সম্রাট’ রবিন আটক
চাঁদপুরে গোয়েন্দা অভিযানে ‘মাদক সম্রাট’ রবিন আটক

চাঁদপুরে গোয়েন্দা অভিযানে ‘মাদক সম্রাট’ রবিন আটক

চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে কথিত ছাত্রনেতা ‘মাদক সম্রাট’ রবিনকে মঙ্গলবার (৩০ আগস্ট) রাত সোয়া ১০ টায় শহরের পুরাতন আদালত পাড়া থেকে আটক করা হয়।

আটককৃত রবিন চাঁদপুর আদালত পাড়ার বাসিন্দা।

চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, উপ পরিদর্শক খন্দকার মো. ইসমাইল ও তার সঙ্গীয় ফোর্স শহরের লেংটা বাড়ির সামনে রেললাইনের দক্ষিণ পাশের সড়কের ওপর মাদক বিক্রিকালে ‘কথিত ছাত্র নেতার বন্ধু ও ব্যবসায়ীক পার্টনার’ শাহাবুব আলম প্রকাশ রবিন (৩১) ওরফে ডাইল রবিনকে ১১৬ পিস ইয়াবা ও দুই বোতল ফেন্সিডিলসহ আটক করে।’

দার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

গোয়েন্দা (ডিবি) পুলিশের উপপরিদর্শক খন্দকার মো. ইসমাইল চাঁদপুর টাইমসকে জানায়, ‘রবিন পূর্বে ৩৬০ বোতল পেন্সিডিলসহ ধরা পড়লেও ওই সময় কথিত ছাত্রনেতা জড়িত থাকায় সে তখন রক্ষা পায়। রবিন ও তার গুরু মাদক বিক্রি করে এখন কোটিপতি। রবিন ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোরকিপার হলেও রোজার ঈদে জাকজমকভাবে লাখ লাখ টাকার জাকাতের কাপড় বিতরণ করে।’

রবিনকে আটক করা গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা আরো জানায়, ‘রবিন ২০১১ সালে একবার আটক হলে, সে আত্মহত্যা করবে বলে পুলিশকে হুমকি দেয়, এখন সে ডিবির খাঁচায় বন্দি। তাকে ধরার পর কথিত এক ছাত্রনেতা একাধিক বার তাকে নির্দোষ দাবি করে ছেড়ে দেয়ার জন্য বিভিন্ন হুমকি-দমকি প্রদান করে।’

স্টাফ করেসপন্ডেন্ট : আপডেট, বাংলাদেশ সময় ১১:৩০ পিএম, ৩১ আগস্ট ২০১৬, বুধবার
ডিএইচ

Leave a Reply