Home / কৃষি ও গবাদি / ‘মাদক বিক্রয়কারীকে সাজা সেবনকারীকে জরিমানা’
‘মাদক বিক্রয়কারীকে সাজা সেবনকারীকে জরিমানা’

‘মাদক বিক্রয়কারীকে সাজা সেবনকারীকে জরিমানা’

চাঁদপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা রোববার (২২ মে)  সকাল  ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদক বিক্রয়কারীকে ভ্রাম্যমান আদালতে সাজা ও বিক্রয়কারীকে জরিমানা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সভায় সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাৎ হোসেন  বলেন , ‘দুর্যোগ মোকাবেলায় প্রয়োজনীয়  ব্যবস্থা নিতে চাঁদপুর জেলা প্রশাসন প্রস্তুত থাকবে । ঘুর্ণিঝড় “রোয়ানু” মোকাবেলায় সকলের সহযোগিতায় চাঁদপুরে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।  চুরি ডাকাতিসহ অপরাধমূলক কর্মকা-ের বিষয়ে প্রয়োজনীয়  ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ। মাদক বিক্রয়কারীদের আটক করে ভ্রাম্যমান আদালতে নির্দিষ্ট মেয়াদে সরাসরি সাজা দিতে হবে শুধুমাত্র সেবন কারীদের জরিমানা করতে হবে।’

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ) মোহাম্মদ আব্দুল হাইয়ের  পরিচালনায় আরো বক্তব্য রাখেন  অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, মুক্তিযুদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, পল্লী বিদ্যুৎ উন্নয়ন সমিতির জেনারেল ম্যানেজার মো. আবু তাহের, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বিএম হান্নান, সাধারণ সম্পাদক সোহেল রুশদী প্রমুখ।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ ড.এ এস এম দেলওয়ার হোসেন, চাঁদপুর সরকারি  মহিলা কলেজে অধ্যক্ষ প্রফেসর মতিন মিয়া, চেম্বার অব কমার্সের সভাপতি সুভাষ চন্দ্র রায় , অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল)  নজরুল ইসলাম, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা উদয়ন দেওয়ান, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরশিদুল ইসলাম, শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল মাসুদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) লিটুস লরেন্স চিরান, নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় কুমার মহন্তসহ প্রশাসন ও বিভিন্ন সংস্থার কর্মকর্তাবৃন্দ।
]আনোয়ারুল হক[

:  আপডেট, বাংলাদেশ সময় ৬:৪১ পিএম,  ২২ মে  ২০১৬, রোববার

ডিএইচ