চাঁদপুরের ফরিদগঞ্জে মাদক সেবন ও বিক্রির দায়ে ৫জনকে ৬ মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১১ নভেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নিবার্হী ম্যাজিস্ট্রেট মো. জয়নাল আবেদীন এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন শামীম (৩০), রাশেদুল ইসলাম (২২), ইব্রাহিম খলিল (৪০), ওমর ফারুক (৩৫) ও ইমাম হোসেন (২৫)। তাদের প্রত্যেকের বাড়ি পৌরসভার পাশে।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, “বুধবার দুপুর পর্যন্ত প্রায় তিন ঘণ্টা অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে পুলিশ। পরে বিকেলে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক প্রত্যেককে ছয় মাস করে দণ্ড দিয়ে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।”
নিউজ ডেস্ক: আপডেট: ৯:৫০ পিএম, ১১ নভেম্বর ২০১৫, বুধবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur