চাঁদপুর শহরের ব্যস্ততম কালীবাড়ি শপথ চত্ত্বর এলাকা থেকে নাজমা (২৫) নামের নারী ছিনতাইকারীকে সোমবার(০৮ অক্টোবর) আটক করেছে স্থানীয় জনতা। বিকেলে রেলওয়ে হর্কাস মার্কেটের পেছনে ছিনতাই করার সময় হাতে নাতে আটক করা হয়।
আটক নাজমা শহরের পুরানবাজার ২নং ওয়ার্ড ওসমানিয়া মাদ্রাসার পেছনের ফারুকের স্ত্রী।
নাম প্রকাশ্যে অনিশ্চুক মহিলা জানায়, ‘চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে রোগী দেখে বাড়িতে যাওয়ার সময় ছিতাইকারী নাজমা তার হাত ব্যাগ থেকে টাকা নেওয়ার সময় স্থানীয় লোকজন দেখে ফেলে। পরে নাজমার ব্যাগ তল্লাশী করে আমার ব্যাগে থাকা সাড়ে পাঁচ হাজার টাকা উদ্বার করা হয়। এ সময় স্থানীয় জনতা নাজমাকে আটক করে মডেল থানা পুলিশের কাছে সোর্পদ করে।’
চাঁদপুর মডেল থানার (উপ-পরিদর্শক) মোঃ রেজাউল করিম জানায়, ‘এর পূর্বেও তাকে কয়েকবার ছিনতাই করার কারনে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় কয়েকটি ছিনতাই ও চুরির মামলা আছে বলে স্বীকার করেছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক
অকে্টাবর ০৮,২০১৮
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur