মাদক দ্রব্য উদ্ধার, অপরাধ নিয়ন্ত্রণে ১ম কুমিল্লা ও অস্ত্র উদ্ধারে সারা দেশে ২য় হয়েছে কুমিল্লা জেলা পুলিশ। স্বীকৃতিস্বরুপ ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন কুমিল্লা জেলা পুলিশ সুপার আবদুল মান্নানের হাতে স্মারক তুলে দেন। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা জেলা পুলিশ সুপার আবদুল মান্নান।
তিনি বলেন, পুলিশ সপ্তাহ-২০২৪ এর দ্বিতীয় দিনে ২৮ ফেব্রুয়ারি রাজারবাগ পুলিশ লাইন্সে ২০২৩ সালে মাদকদ্রব্য উদ্ধার, অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার অভিযান ও অপরাধ নিয়ন্ত্রণে সার্বিক কার্যক্রম মূল্যায়নে কৃতিত্ব অর্জনকারী কুমিল্লা জেলা পুলিশকে পুরস্কার প্রদান করেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
পুলিশ সুপার আরো বলেন, সারা দেশে পুলিশের সকল ইউনিটের মধ্যে মাদকদ্রব্য উদ্ধারে প্রথম স্থান, অপরাধ নিয়ন্ত্রণে সার্বিক কার্যক্রম মূল্যায়নে ১ম স্থান ও অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে ২য় স্থান অর্জন করে কুমিল্লা জেলা পুলিশ।
এমন কৃতিত্ব অর্জনে তিনি জেলা পুলিশের অপরাধ শাখাসহ সকল ইউনিটের সদস্যদের ধন্যবাদ জানান।
প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল, ০১ মার্চ ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur