চাঁদপুর ফরিদগঞ্জে গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে।১ মার্চ রোববার দুপুরে উপজেলার কড়ৈতলী জুবিলী হাই স্কুলের পাশের একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।
চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ডিবি) নুর হোসেন মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মামুন সরকারের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।
এ সময় ৪১১ পিস ইয়াবাসহ ইদ্রিস মিয়া, স্বপন ভূঁইয়া ও আব্দুল বারেক নামে এই তিনজনকে হাতেনাতে আটক করা হয়।
ওসি ডিবি নুর হোসেন মামুন আরো জানান,আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে-তারা মাদক কারবারি। বড় চালানিদের কাছ থেকে এসব ইয়াবা সংগ্রহ করে স্থানীয়ভাবে মাদকসবীদের হাতে তুলে দেয় তারা।
এ ঘটনায় গোয়েন্দা পুলিশের এসআই মামুন সরকার বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে একটি মামলা করেন।
স্টাফ করেসপন্ডেট,১ মার্চ ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur