‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’ ‘মুজিব বর্ষের অঙ্গীকার, মাদক করব পরিহার’ এই শ্লোগানকে সামনে রেখে চাঁদপুরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী মুজিববর্ষ উপলক্ষে মাদক বিরোধী প্রীতি ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
২৯ ডিসেম্বর বুধবার বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুরের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় অনুষ্ঠিত এই প্রীতি ভলিবল প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপি।
এসময় শিক্ষামন্ত্রীবলেন, ‘মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন জোরদার করতে হবে। মাদকের বিস্তার রোধে আমাদের সবাইকে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। যুবসমাজ যাতে মাদক থেকে দূরে থাকে আমাদেরকে সেরকম উদ্যোগ নিতে হবে। আর যুবসমাজকে মাদক থেকে দূরে রাখার অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধুলা ও সংস্কৃতি।’
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মিলন মাহমুদ, চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুরের অতিরিক্ত সহকারী পরিচালক এমদাদুল ইসলাম প্রমুখ। সবশেষে শিক্ষামন্ত্রী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
সিনিয়র স্টাফ করেসপন্ডেট,২৯ ডিসেম্বর ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur