Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট : মতলবকে হারিয়ে সেমিফাইনালে হাজীগঞ্জ
F turnament

মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট : মতলবকে হারিয়ে সেমিফাইনালে হাজীগঞ্জ

‘মাদককে না বলুন, মাদকমুক্ত সমাজ গড়ুন’ এ শ্লোগানে মঙ্গলবার (১৩ মার্চ) বিকালে হাজীগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে চাঁদপুর জেলা পুলিশের সমন্বয়ে আয়োজিত আন্তঃ জেলা মাদক,বাল্যবিবাহ,সন্ত্রাস ও জঙ্গিবিরোধী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

এতে মতলব দক্ষিণ উপজেলা একাদশকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে হাজীগঞ্জ উপজেলা একাদশ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার,হাজীগঞ্জ -শাহরাস্তি নির্বাচনী এলাকার গণমানুষের প্রাণপ্রিয় নেতা, নৌ-পরিবহন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম বীরউত্তম এমপি।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো.জাবেদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান, খেলার উদ্বোধক চাঁদপুর পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম।

পুলিশ পরির্শক (তদন্ত)মো.আব্দুল মান্নানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো.আফজাল হোসেন, হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.জিয়াউল ইসলাম চৌধূরী, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারন সম্পাদক সুফী খায়রুল আলম স্বপন, মতলব দক্ষিণ থানা অফিসার ইনচার্জ মো.কুতুব উদ্দিন, হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গাজী মো.মাঈনুদ্দিন, চাঁদপুর জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ রোটা.আহসান হাবিব অরুন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রোটা.আলী আশ্রাফ দুলাল।

অন্যান্যদের মাঝে আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক মুরাদ, কোষাধ্যক্ষ আশফাকুল আলম চৌধূরী, হাজীগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাসুদ হোসেন,হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মুন্সী মোহাম্মদ মনির, হাজীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক শাহজাহান শাহ্, মতলব প্রেসক্লাবের সভাপতি রোকনুজ্জামান রোকন, উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ ইকবাল, যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেল,শহর যুবলীগের আহবায়ক হায়দার পারভেজ সুজন, যুগ্ম আহবায়ক মো.তাজুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক নাহিদুল ইসলাম সোহেল, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আবু ইউসুফ মহন গাজী, শহর ছাত্রলীগের সাধারন সম্পাদক মেহেদী হাছান রাব্বি, হাজীগঞ্জ ও মতলব দক্ষিণ উপজেলার জনপ্রতিনিধি,সুধীজন,রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ এবং ফুটবল অনুরাগীরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক- জহিরুল ইসলাম জয়