Home / তথ্য প্রযুক্তি / বাংলাদেশে মাইক্রোসফটের প্রধান ইউসুপ ফারুক
মাইক্রোসফট

বাংলাদেশে মাইক্রোসফটের প্রধান ইউসুপ ফারুক

বাংলাদেশে মাইক্রোসফটের নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসাবে নিয়োগ পেয়েছেন মো. ইউসুপ ফারুক। মাইক্রোসফটের শক্তিশালী পার্টনার ইকোসিস্টমে অংশীদারত্বের মাধ্যমে সরকারি-বেসরকারি খাতের বিভিন্ন প্রতিষ্ঠান, সংস্থা, এসএমই, কমিউনিটি ও অন্যান্য খাতের ডিজিটাল রূপান্তরে কাজ করবেন তিনি।

সম্প্রতি ইউসুপ এ নিয়োগ পেয়েছেন বলে প্রতিষ্ঠানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বাংলাদেশে প্রযুক্তি রূপান্তরে ইউসুপ ফারুকের রয়েছে ১৬ বছরের অভিজ্ঞতা। তিনি ভিএমওয়্যার, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন ও সিমবায়োসিস বাংলাদেশের মতো প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেছেন। ভারতের ব্যাঙ্গালোর ইউনিভার্সিটি থেকে তিনি কম্পিউটার অ্যাপ্লিকেশনে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।

এ বিষয়ে মাইক্রোসফট এশিয়া প্যাসিফিকের সাউথইস্ট এশিয়া নিউমার্কেটসের জেনারেল ম্যানেজার সুক হুন চিয়াহ বলেন, ‘বাংলাদেশ এশিয়া প্যাসিফিক অঞ্চলের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতির একটি দেশ। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হওয়ার লক্ষ্যে কাজ করছে। এ লক্ষ্য অর্জনে তাদের অন্যতম মাধ্যম হচ্ছে আইটিনির্ভর পাবলিক সার্ভিসকে গতিশীল করা ও দেশের ক্লাউড সেবার ব্যবহার বাড়ানো।’

তিনি বলেন, ‘এক্ষেত্রে ইউসুপ ফারুকের বিস্তৃত অভিজ্ঞতা দেশে ক্লাউড সেবাগ্রহণ, দক্ষতা বৃদ্ধি ও ক্লাউডের মাধ্যমে ইতিবাচক রূপান্তর নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি মনে করি।

এ বিষয়ে মাইক্রোসফট বাংলাদেশের প্রধান মো. ইউসুপ ফারুক বলেন, ‘বাংলাদেশের ডিজিটাল রূপান্তর ও ক্লাউডসেবা বিস্তৃতির ক্ষেত্রে মাইক্রোসফটের এ চমৎকার যাত্রার সঙ্গে থাকতে পেরে আমি সম্মানিতবোধ করছি।

০৯ সেপ্টেম্বর, ২০২১;