প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ উদ্বোধন করবেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের নব নির্মিত দলীয় কার্যালয়
জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা ব্যুরো: ২০ অক্টোবর ২০২১
কুমিল্লায় মহানগর আওয়ামী লীগের নবনির্মিত দলীয় কার্যালয়ে দৃষ্টিনন্দন ভবনটি উদ্বোধন আজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ আনুষ্ঠানকি ভাবে এর উদ্বোধন করবেন দেশের সবচেয়ে দৃষ্টিনন্দন ও সর্বাধুনিক সব সুযোগ-সুবিধা সংবলিত কুমিল্লা মহানগর আওয়ামী লীগের নবনির্মিত দলীয় কার্যালয়টি।
নগরীর রামঘাটলাস্থ ১০ শতক জমির উপর নির্মাণাধীন এ ভবনে থাকছে আধুনিক সব সুযোগ-সুবিধা। ৯ তলা ভবনটিতে আছে মহানগর আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের অফিস, কনফারেন্স হল, মিডিয়া রুম, গেষ্ট হাউজ, নামাজের রুম, ক্যাফেটারিয়া, ইনডোর গেইম স্পট, একাধিক লিফট, সিসি ক্যামেরা, ইন্টারকম, অগ্নি-প্রতিরোধ ব্যবস্থা ও ওয়াইফাইসহ অত্যাধুনিক প্রযুক্তির সব সুযোগসুবিধা।
দৃষ্টিনন্দন ভবনটিতে আধুনিক স্থাপত্য শৈলীর মিশেলে ইনডোরে আলোক চিত্রে তুলে ধরা হয়েছে দেশ ও দলের ইতিহাস। প্রতিটি ফ্লোরের নামকরণ করা হয়েছে বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের নামে। নগরীর প্রাণকেন্দ্রে নির্মিত এই ভবনের সন্মুখে রয়েছে বঙ্গবন্ধুর বিশাল প্রতিকৃতি।
এই ভবন নির্মাণ প্রসঙ্গে মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি বলেন, “ আমি বঙ্গবন্ধুর আদর্শের একজন কর্মী হিসেবে বঙ্গবন্ধুকে হৃদয়ে ধারণ করে গণ মানুষের রাজনীতি করি। বঙ্গবন্ধু কন্যা প্রিয় নেত্রী শেখ হাসিনার একজন কর্মী হিসেবে দলের জন্য কাজ করি। বাংলার গণ মানুষের আস্থার ঠিকানা প্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগকে মনে প্রাণে ভালোবাসি। তাই দলের জন্য আন্তরর্জাতিক মানের এ অফিস বানিয়েছি।
কুমিল্লা মহানগর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের অফিস থাকবে এই ভবনে।
আধুনিক এই ভবনটি দলীয় কার্যক্রম পরিচালনার পাশাপাশি গবেষণা, ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন দলের প্রবীন নেতারা। ২১ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধনের পরই আওয়ামী লীগের অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের জন্য এ ভবনে প্রবেশাধিকার উন্মুক্ত করা হবে।
ভবনের দ্বিতীয় থেকে পঞ্চম তলা পর্যন্ত দলের সহযোগী-ভ্রাতৃপ্রতীমসহ সমমনা অন্যান্য সংগঠনের কার্যালয় থাকবে। ৬ষ্ঠ তলায় মহানগর আওয়ামী লীগের কার্যলয়। ৭ম থেকে নবম তলা গেষ্ট হাউস, জিমনেশিয়াম, স্পোটস কর্নার ও ভিআইপি লাউঞ্জ থাকবে। আর ভবনের ছাদে থাকবে ক্যাফেটারিয়া। যেখানে কৃত্রিম বাগানের ফাঁকে ফাঁকে চেয়ার-টেবিল দিয়ে বসার ব্যবস্থা থাকছে। পাশাপাশি থাকবে চা-কফি খাওয়ার আয়োজন। আগামী বৃহস্পতিবার (২১ অক্টোবর) বেলা ১২ টায় আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে নতুন ভবনের উদ্বোধন করবেন।”
নিচতলায় সিঁড়ির পাশাপাশি স্থাপন করা হয়েছে দুটি লিফট। সুবিশাল ভবনটির প্রথম তলায় রয়েছে জেনারেটর, বৈদ্যুতিক সাবস্টেশন সহ গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। ভবনটির প্রথম থেকে ৯তম তলা পর্যন্ত প্রতিটি ফ্লোর ৪ হাজার বর্গফুট। ভবনের ৬ষ্ঠ তলা। ‘শেখ হাসিনা ফ্লোর’। এ ফ্লোরে রয়েছে মহানগর আওয়ামী লীগের কার্যলয়। এছাড়া এ ফ্লোরে রয়েছে মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাদকের কক্ষ, নামাজের স্থান সহ বেশ কিছু কক্ষ।
৫ম তলায় ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব ফ্লোর’। এ ফ্লোরে রয়েছে মহানগর মহিলা আওয়ামীলীগের কার্যালয় ও সুবিশাল সভাকক্ষ। এ সভাকক্ষে ৩০০ লোক বসার ব্যবস্থা রয়েছে। চতুর্থ তলা। ‘শেখ কামাল ফ্লোর’। এ ফ্লোরে রয়েছে মহানগর কৃষক লীগ ও আদর্শ সদর উপজেলা আওয়ামীলীগের কার্যালয়। তৃতীয় তলা। ‘শেখ জামাল ফ্লোর’। এ ফ্লোরে রয়েছে মহানগর স্বেচ্ছাসেবক লীগ ও মহানগর শ্রমিক লীগের কার্যলয়। দ্বিতীয় তলা। ‘শেখ রাসেল ফ্লোর’। এ ফ্লোরে রয়েছে সহযোগী সংগঠন যুবলীগ ও ভ্রাতৃপ্রতিম সংগঠন মহানগর ছাত্রলীগের কার্যালয়। মাঝখানে রয়েছে কনফারেন্স কক্ষ। কনফারেন্স কক্ষে ৩০০ জনের বসার ব্যবস্থা রয়েছে। ভবনের সপ্তম থেকে নবম তলা পর্যন্ত তিনটি ফ্লোরে রয়েছে গেস্ট হাউজ, ভিআইপি লাউঞ্জ, জিমনেশিয়াম, স্পোটস কর্ণার। আর ছাদে রয়েছে অভিজাত ক্যাফেটারিয়া। যা থেকে অর্জিত আয় ভবনের রক্ষনাবেক্ষন ও দলের কাজে ব্যায় করা হবে।
হাজী বাহার এমপি আরও বলেন,এই ভবনই হবে মহানগর আওয়ামী লীগের স্থায়ী ঠিকানা। নতুন ভবন উদ্বোধনের পর আওয়ামী লীগের সব সাংগঠনিক কার্যক্রম চলবে এ কার্যালয় থেকে।
প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল, ২১ অক্টোবর ২০২১