Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / মতলব উত্তরে মসজিদ ও মন্দিরে সরকারি অনুদানের চেক বিতরণ
মসজিদ

মতলব উত্তরে মসজিদ ও মন্দিরে সরকারি অনুদানের চেক বিতরণ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বিভিন্ন এলাকার মসজিদ ও মন্দিরে প্রতিষ্ঠানে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হতে বরাদ্দকৃত অর্থের চেক বিতরণ করা হয়েছে।

শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদের সভা কক্ষে আয়োজিত চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল।

প্রধান অতিথির বক্তব্যে এমপি নুরুল আমিন রুহুল বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে মসজিদের উন্নয়ন হবে না, মানুষের মাঝে এমন একটি ভুল ধারণা ছিল এক সময়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর যেই উন্নয়ন হয়েছে তার নজিরবিহীন। আর কোন সরকার তা করতে পারেনি। এখন মানুষ বুজতে পেরেছে আওয়ামী লীগই উন্নয়নের সরকার।

ইউএনও গাজী শরিফুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মহসিন মিয়া মানিকের পরিচালনায় উপস্থিত ছিলেন, ছেঙ্গারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রতন ফরাজি, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, এমপির ব্যক্তিগত সহকারি অ্যাড. লিয়াকত আলী সুমন সহ দলীয় নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তাবৃন্দ।

এসময় উপজেলার ১৪ টি মসজিদ ও ১ টি মন্দিরে মোট ২ লাখ ৫০ হাজার টাকার আলাদা আলাদা করে চেক বিতরণ করা হয়।

নিজস্ব প্রতিবেদক