Home / ইসলাম / মসজিদে নামাযরত ফেরেশতা : ক্যামেরায় ধারণকৃত (ভিডিওসহ)!
মসজিদে নামাযরত ফেরেশতা : ক্যামেরায় ধারণকৃত (ভিডিওসহ)!

মসজিদে নামাযরত ফেরেশতা : ক্যামেরায় ধারণকৃত (ভিডিওসহ)!

চাঁদপুর টাইমস এক্সক্লুসিভ ডেস্ক:

রাশিয়ার একটি মসজিদে একজন আকৃতি বিহীন ব্যক্তিকে নামাজরত অবস্হায় দেখা গিয়েছে, ইউটিউবে আপলোড করা ভিডিওটি ব্যপক সাড়া ফেলেছে, ভিডিও আপলোডকারী নামাজরত প্রতিকৃতিকে ফেরেশতা হিসাবে দাবি করেছেন।

মোবাইল ক্যামেরায় ধারণকৃত ভিডিওটিতে সেই প্রতিকৃতিকে দেখা গিয়েছে। ভিডিওতে দেখুন সরাসরি, তবে এ বিষয়ে কোন নির্ভরযোগ্য উৎসের মাধ্যমে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

এছাড়া একাধিক স্থান থেকে সিসি ক্যামেরায় ধারণকৃত ভিডিওতেও ফেরেশতার দেখা মিলছে বলে দাবি করা হয়েছে।

তবে প্রতিবেদক মনে করছেন এটি কোন মানুষ না হলেও জ্বিন হতে পারে। কেননা ফেরেশাতগণ প্রকাশ্য আকৃতিতে রাসূল (স:) এর ওফাতের পর এসেছেন বলে শুনা যায়নি।

ভিডিওটি দেখুন এবং নিচের শেয়ার বাটন টাচ করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন।