Home / প্রবাসী / দীর্ঘ ৩ মাস পর খুলছে মসজিদুল হারামসহ দেড় হাজার মসজিদ
মসজিদুল হারাম

দীর্ঘ ৩ মাস পর খুলছে মসজিদুল হারামসহ দেড় হাজার মসজিদ

দীর্ঘ তিনমাস পর খুলছে মুসলিম জাহানের প্রাণের মক্কা মসজিদুল হারাম। সেই সাথে খুলে দেওয়া হবে এই অঞ্চলের আরও দেড় হাজার মসজিদ। ২১ জুন রোববার ফজরের সময় থেকে খুলছে মসজিদ গুলো।

মক্কা প্রদেশে অবস্থিত সৌদি ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের শাখা সমস্ত মসজিদ মুসুল্লিদের পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের জন্য প্রস্তুত করা হয়েছে বলে জানানো হয়। তারা বলেন সমস্ত সতর্কতামূলক ব্যবস্থা বাস্তবায়িত করা হয়েছে। এই শর্তে যেমন, একক-ব্যবহারের নামাযের পাটি, সারিগুলির মধ্যে নিরাপদ দুরত্ব প্রয়োগ, পাশাপাশি মুসুল্লিদের বাধ্যতামূলক সামাজিক দূরত্ব নিশ্চিত করণ ।

মন্ত্রণালয়ের নির্ধারিত সতর্কতামূলক ও প্রতিরোধমূলক ব্যবস্থা ও নির্দেশনার সাথে সামঞ্জস্য রেখে মক্কার জেলাগুলি ও আশেপাশের এলাকার মসজিদ প্রস্তুতকরণের জন্য কর্তৃপক্ষেকে সহায়তার বেশ কয়েকটি স্বেচ্ছাসেবক দল “মসজিদ প্রস্তুতকরণ” উদ্যোগে অংশ নিয়েছিলেন বলে জানায় ইসলাম বিষয়ক এবং স্বাস্থ্য মন্ত্রনালয়।

মক্কার আজিজিয়া জেলা কেন্দ্রের নির্বাহী পরিচালক ইব্রাহিম মেলী বলছিলেন যে এই উদ্যোগের উদ্দেশ্য মক্কার মসজিদ এবং বৃহত মসজিদসমূহকে ইবাদতের জন্য প্রস্তুত এবং স্পেসিং স্টিকার স্থাপন করা এবং পুনর্বাসনকালীন সময়ে মুসুল্লিদের নিরাপত্তা নিশ্চিত ও শর্তাদি সম্পর্কে অবহিত করা ।

এর আগে গত ৩১ মে খুলে দেওয়া হয়েছিল মদিনার মসজিদুল নববীসহ সৌদির অন্যান্য অঞ্চলের সকল মসজিদ।

প্রসঙ্গত, করোনাভাইরাসের পাদুর্ভাব ঠেকাতে জনদুরত্ব নিশ্চিতের লক্ষ্যে সৌদি আরব মসজিদে জামাতে নামাজ আদায় বন্ধ ঘোষণা করেছিল। গত ১৮ মার্চ সৌদি আরবের জ্যেষ্ঠ আলেমদের কাউন্সিল (দ্য কাউন্সিল অব সিনিয়র স্কলারস ইন সৌদি আরবিয়া) পবিত্র দুটি মসজিদ বাদে অন্য সব মসজিদে শুক্রবারের জুমা’র নামাজ ও দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়া বন্ধের সিদ্ধান্ত দিয়েছিল।

রিয়াদে কাউন্সিলের ২৫তম বিশেষ জরুরি অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। মসজিদগুলোতে নামাজ বন্ধ থাকলেও আগের মতো নিয়মিত আজানের ব্যবস্হা ছিল।

সাগর চোধুরী, সৌদি আরব। ২০ জুন ২০২০