চট্টগ্রামে এবার গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন নিজেই ছাত্রলীগের এক নেতাকে লাথি মেরেছেন। লাথির সাথে এই মন্ত্রীর কিল-ঘুষিও খেয়েছেন এই ছাত্রলীগ নেতা
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে বন্দর নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের অনুষ্ঠিত চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সম্মেলন ছাত্রলীগের রাউজান কেন্দ্রিক বিবদমান দুটি গ্রুপের মারামারি, ককটেল বিস্ফোরণে পণ্ড হয়ে যায়। সম্মেলন থেকে দুপুর পৌনে ১টার দিকে বেরিয়ে যান উত্তর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এবিএম ফজলে করিম এমপি।
এরপর বের হন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এবং আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি। বের হওয়ার সময় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের পথরোধ করে দাঁড়ায় এক ছাত্রলীগ নেতা। রাগতস্বরে কিছু বলে উঠতেই ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন তাকে সজোরে মারেন এক লাথি। ছাত্রলীগের ওই নেতা উঠে দাঁড়াতেই ক্ষিপ্ত মন্ত্রী আবারও উপর্যুপরি কিল-ঘুষি মারতে থাকেন।
এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে সম্মেলনস্থলে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মন্ত্রীর আক্রমণের শিকার ওই ছাত্রলীগ নেতার নাম জানা যায়নি। (জুম বাংলা)
নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ৩:১৫ পি.এম ২৭ ফেব্রুয়ারি ২০১৮মঙ্গলবার
কে এইচ.