Home / খেলাধুলা / এবার ফুটবলে নাম লেখালেন উসেইন বোল্ট
এবার ফুটবলে নাম লেখালেন উসেইন বোল্ট

এবার ফুটবলে নাম লেখালেন উসেইন বোল্ট

রোববার টুইটে বোল্ট জানান, তিনি একটি ফুটবল ক্লাবে যোগ দিতে যাচ্ছেন। তবে সেই দলের নাম প্রকাশ করেননি। আজ মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার জেরেমি ব্রোকির মামেলোদি সুদোনেস ক্লাবের পক্ষে স্বাক্ষর করেন তিনি। খবর গোলডটকমের।

এর আগে গত রোরবার এক টুইটে এই দৌড়বিদ জানান, একটি ফুটবল ক্লাবে নাম লিখিয়েছেন তিনি। তবে ক্লাবের নাম জানতে ভক্তদের আজ মঙ্গলবার পর্যন্ত অপেক্ষা করতে বলিছেন বোল্ট।

এদিকে বোল্টের টুইটের পর গতকাল সোমবার সানডাউনস রিটুইটে একটি ছবি পোস্ট করে। সেখানে ওই ক্লাবের সঙ্গে জার্সিসহ বোল্টকে দেখা যায়। ক্লাবটি লিখেছে, ‘ফুটবল কখনোই একরকম হবে না। আগামীকালই সেটা দেখা যাবে।’

উসাইন বোল্টই প্রথম যিনি ১০০ ও ২০০ মিটার ইভেন্টে গড়েছেন বিশ্বরেকর্ড। এছাড়া দলীয় ইভেন্ট ৪০০ মিটার রিলেতেও রেকর্ড রয়েছে তার। ২০১৭ সালে অ্যাথলেটিকস থেকে অবসরের পর ফুটবল খেলার ঘোষণা দিয়েছিলেন উসাইন বোল্ট।(সময়ের কণ্ঠস্বর)

নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ৩:০৫ পি.এম ২৭ ফেব্রুয়ারি ২০১৮মঙ্গলবার
কে এইচ.