Home / চাঁদপুর / চাঁদপুরে নৌকা প্রতীকসহ ৮ প্রার্থীর মনোনয়ন বাতিল
election

চাঁদপুরে নৌকা প্রতীকসহ ৮ প্রার্থীর মনোনয়ন বাতিল

চাঁদপুর সদর উপজেলার ১০ ইউপি নির্বাচনে ৪৭৪ প্রার্থীর মধ্যে নৌকা প্রতীকের প্রার্থীসহ আট প্রার্থীর যাচাই-বাছাই তালিকা থেকে মনোনয়ন বাতিল হয়েছে।  এরমধ্যে ৩ চেয়ারম্যান প্রার্থী, ৪ মেম্বার ও সংরক্ষিত আসনের ১ প্রার্থী রয়েছেন।

যাচাই বাছাইয়ের শেষ দিনে জেলা নির্বাচন অফিস জানায়, চেয়ারম্যান পদে ৩ জন,মেম্বার ৪ ও মহিলা মেম্বার ১ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। এরা হলেন চেয়ারম্যান পদে আশিকাটির নৌকা প্রতীকের বিল্লাল মাস্টার, শাহ মাহমুদপুরের আবুল হোসেন (সতন্ত্র) ও বালিয়ার কামরুল ইসলাম (সতন্ত্র)।

আর চার মেম্বার প্রার্থীরা হলেন, চান্দ্রা ইউনিয়নের সিরাজুল ইসলাম ও ইজাজ মাহমুদ, বিষ্ণুপুর ইউনিয়নের শাওন প্রধানিয়া, বালিয়ার আহসান তালুকদার। বাতিল হওয়ার সংরক্ষিত আসনের মহিলা মেম্বার হলেনআশিকাটির জেসমিন বেগম।

যাচাই বাছাইয়ে মনোনয়ন বাতিল শেষে চূড়ান্ত হয়েছেন ৪৬৬ প্রার্থী।

এর আগে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদর উপজেলার ১০ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫০, সাধারণ সদস্যপদ ৩৪৫, সংরক্ষিত সদস্যপদে ৭৯ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছন।

মনোনয়ন বাতিল

আরও পড়ুন : চাঁদপুর সদর ইউপি নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করলেন যারা

স্টাফ করেসপন্ডেন্ট, ২১ অক্টোবর ২০২১