Home / উপজেলা সংবাদ / চাঁদপুর সদর / চাঁদপুর সদর শিল্পকলা একাডেমির মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান
চাঁদপুর সদর শিল্পকলা একাডেমির মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

চাঁদপুর সদর শিল্পকলা একাডেমির মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

চাঁদপুর জেলা প্রশাসনের সহযোগিতায় ও জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে সাংস্কৃতিক মাস-২০১৭ এর মাসব্যাপি অনুষ্ঠানে রোববার (৩০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬ট প্রথম বারের মত মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা নিয়ে অংশগ্রহণ করছেন চাঁদপুর সদর উপজেলা শিল্পকলা একাডেমি।

সদর উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা উদয়ন দেওয়ানের সভাপতিত্বে ও সদস্য সচিব তপন সরকারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল।

এসময় উপস্থিত ছিলেন, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আবু ছালেহ মো. আবদুল্লাহ এনএসআই ডিডি ফারুকুল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তপন সরকার, বাংলার মুখের সভাপতি অজিত সাহা, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সভাপতি পিযুষ কান্তি রায় চৌধুরী, বর্ণচোরা নাট্যগোষ্ঠির উপদেষ্টা তোফায়েল আহমাদ, মেঘনা থিয়েটারের সভাপতি তবিবুর রহমান রিংকু, স্বরলিপি নাট্যদলের সভাপতি এম আর ইসলাম বাবু।

প্রতিবেদক- আশিক বিন রহিম
আপডেট, বাংলাদেশ সময় ১২ : ১৭ এএম, ০১ মে ২০১৭,মোমবার
এইউ

Leave a Reply