চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়ন নির্বাচনে বাছাইয়ের প্রথম দিনে ৩ চেয়ারম্যান ও ১ সংরক্ষিত মহিলা প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন রিটানিং কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম মজুমদার।
বুধবার (৪ মে) মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় স্বতন্ত্র প্রার্থী মো. গোলাম ফারুক, মো. শাহাদাৎ হোসেন বেপারী ও মো. গিয়াস উদ্দিন গাজীর মনোনয়নপত্র অসম্পূর্ণ হওয়ায় বাতিল ঘোষণা করা হয়েছে। সেই সাথে ৭ ৮ ও ৯নং ওয়ার্ডের শাহানারা বেগমের মনোনয়নপত্রও একই কারণে বাতিল করা হয়েছে।
রিটানিং কর্মকর্তা কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম মজুমদার বলেন, মনোনয়নপত্রে কাগজপত্র অসম্পন্ন থাকায় তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। প্রার্থীরা চাইলে আপিল করতে পারবেন।
মতলব উত্তর করেসপন্ডেন্ট : আপডেট ৫:০০ এএম, ০৫ মে ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur