মতলব দক্ষিণ উপজেলার একমাত্র মহিলা ডিগ্রী বিদ্যাপীঠ রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ ও উদ্ভোধনী ক্লাস অনুষ্ঠিত হয়েছে। ১ ফেব্রুয়ারী বুধবার সকাল ১১ টায় কলেজ মিলনায়তনে কলেজের ভারপ্রাপ্ত অধ্যাপক মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক মোঃ রফিক উল্লার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নির্বাহী কর্মকর্তা রেনু দাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের দাতা সদসয় বীর মুক্তিযোদ্ধা মোঃ হাসান ইমাম, বিদুৎসাহী সদস্য মোঃ ফজলে রাব্বী ।
সাবেক অভিভাবক সদস্য দেওয়ান মোহাম্মদ রেজাউল করিম, দাতা সদস্য মোঃ হেদায়েত উল্লাহ, অভিভাবক সদস্য মোঃ জাহিদ হোসেন মোল্লা । আরো বক্তব্য রাখেন সরকারি অধ্যাপক জয়ন্তী রানী সাহা মোঃ নাসির উদ্দিন গাজী মোহাম্মদ মনির হোসেন , শিক্ষার্থী ঝুমু আক্তার ও আফরিন আক্তার প্রমুখ । এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজ মল্লিক, সাবেক সভাপতি গোলাম সারওয়ার সেলিম, সাবেক সাধারণ সম্পাদক গোলাম হায়দার মোল্লা, সদস্য সমীর ভট্টাচার্য বলু প্রমুখ।
অনুষ্ঠানে অতিথি ও নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় । সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিক্ষার্থীরা । ছবির ক্যাপসনঃ মতলব রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাস।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ১ ফেব্রুয়ারি ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur