চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় মতলব বাজার ঘাট শ্রমিক সমবায় সমিতির নির্বাচন বুধবার (১১ মে) সম্পন্ন হয়েছে।
এতে হাজী মো.জহির মিয়াজী সভাপতি পদে বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হন। এছাড়া নির্বাচনে সহ সভাপতি পদে ৫০ ভোট পেয়ে কৃষ্ণ চন্দ্র সরকার (প্রতীক- হারিকেন) নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী মো. মনির হোসেন (প্রতীক-উটপাখি) পেয়েছেন ৪৮ ভোট।
সাধারণ সম্পাদক পদে মো.ইলিয়াছ (প্রতীক- আম) ৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী পরিতোষ চন্দ্র সরকার (প্রতীক – গোলাপ ফুল) পেয়েছেন ৬৮ ভোট। কোষাদক্ষ পদে মো.মোতালেব হোসেন মনু (প্রতীক- ওয়াল ঘড়ি) ১৬৯ ভোট পেয়ে নির্বাচিত হন।
সদস্যপদে কালু গাজী, মো.বারেক তালুকদার, মো. লোকমান সরদার, মুক্তার হোসেন, মারফত আলী নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন সঞ্জয় চন্দ্র মজুমদার , সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে লোকমান হাবিব, সুজুকি আক্তার, বিপুল মজুমদার, নাজির আহমেদ প্রমুখ।
পলাশ রায়, মতলব দক্ষিণ [/author]
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur