Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলব বাজারে ৪টি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা 
বাজারে

মতলব বাজারে ৪টি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা 

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরে (মতলব বাজারে) বিভিন্ন অনিয়মের কারনে ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালসহ ৪ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

৬ সেপ্টেম্বর মতকব দক্ষিণ  উপজেলা প্রশাসন এবং উপজেলা স্বাস্থ্য বিভাগের  সমন্বয়ে বিভিন্ন হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টারগুলোতে যৌথ অভিযান চালানো  হয়। অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার( ভূমি)  সেটু কুমার বড়ুয়া। জানা গেছে, 

মতলব পৌরসভায় অবস্থিত নাভানা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার, দি ইবনেসিনা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার, নিউ ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টার, মতলব সেন্ট্রাল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, মুক্তি কমপ্লেক্স, সাকিব ডায়াগনস্টিক সেন্টার, মতলব ডিজিটাল সেন্টার, দি মদিনা প্যাথলজিক্যাল সেন্টার, পপুলার মেডিকেল সেন্টার, অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার, শাহজালাল ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এবং  দি নোভা মেডিকেল সেন্টারের প্যাথলজিক্যাল ল্যাব পরিদর্শন  করেন উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ বিভাগের যৌথ টীম। 

এসময় ল্যাব টেকনিশিয়ান ও রেডিওলজিস্ট ব্যতিত সেবা প্রদান, অপরিচ্ছন্ন ল্যাব, মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট দিয়ে ল্যাব পরিচালনা করায় দায়ে  নাভানা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা, নিউ ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টারকে -১০ হাজার টাকা, দি ইবনেসিনা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার  টাকা এবং মতলব সেন্ট্রাল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনাকালে৷ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ( সহকারী সার্জন) ডাঃ মোঃ বোরহান উদ্দিন, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর গাজী মোঃ খোরশেদ আলমও মতলব দক্ষিণ থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম   উপস্থিত ছিলেন। সহকারী কমিশনার (ভুমি)  সেটু কুমার বড়ুয়া বলেন, প্রয়োজনীয় কাগজপত্র স্বাস্থ্য সম্মত পরিবেশ না থাকায় ৪ টি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দেয়া হয়। এ অভিযান চলমান থাকবে।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ৬ সেপ্টেম্বর ২০২২