জেলা প্রশাসকের নির্দেশক্রমে মতলব দক্ষিণ উপজেলা পরিষদের পক্ষ থেকে মতলব প্রেসক্লাবের জন্য স্প্রে মেশিন ও ব্লিচিং পাউডার ও মাক্স প্রদান করা হয়।
২৯ মার্চ রোববার বেলা ১১টায় উপজেলা পরিষদ কার্যালয়ে এই স্প্রে মেশিন প্রদান করা হয়।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মুবিন সুজন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী বেগম রুনু, জেলা আ’লীগের সদস্য আনিস চৌধুরী, প্রেসক্লাবের উপদেষ্টা পরিষদের সদস্য মোঃ মোফাজ্জল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। উক্ত সরঞ্জামগুলো মতলব প্রেসক্লাবের সভাপতি রোকনুজ্জামান রোকন ও যুগ্ন সম্পাদক গোলাম হায়দার মোল্লা গ্রহণ করেন।
মাহফুজ মল্লিক,৩০ মার্চ ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur