মতলব প্রেসক্লাবের ২০২১ সালের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি দৈনিক সমকাল পত্রিকার প্রতিনিধি মোঃ ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক দৈনিক চাঁদপুর প্রবাহ পত্রিকার প্রতিনিধি গোলাম হায়দার মোল্লা।
গত ১৯ মার্চ প্রেসক্লাবের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে মোঃ ইকবাল হোসেন কে সভাপতি এবং গোলাম হায়দার মোল্লাকে সাধারণ সম্পাদক করে ২০২১ সালের কার্যকরী কমিটি গঠন সিদ্ধান্ত হয়। ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উৎসবে নতুন কমিটির দায়িত্ব গ্রহণ করে।
শুক্রবার বিদায়ী কমিটির সভাপতি রোকনুজ্জামান রোকন সাধারণ সম্পাদক ফজলে রাব্বী ইয়ামিন, সাংগঠনিক সম্পাদক মাহফুজ মল্লিকসহ অন্যান্যরা নতুন কমিটিকে ফুল দিয়ে বরণ করে নেন। এসময় প্রেস ক্লাবের সকল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতলব দক্ষিণ প্রতিনিধি,২৭ মার্চ ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur