চাঁদপুরের মতলবপৌর ২ ও ৯নং ওয়ার্ড বিএনপির আহŸায়ক কমিটি অনুমোদন দিয়েছে মতলব পৌর বিএনপি।
পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার ও সাধারণ সম্পাদক শোয়েব আহম্মেদের যৌথ স্বাক্ষরে গত ২৩ ডিসেম্বর ২টি ইউনিটের কমিটি অনুমোদন দেওয়া হয়।
মতলব পৌর বিএনপির দপ্তর সম্পাদক মোঃ সাইফুল ইসলাম রনির স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
২নং ওয়ার্ড কমিটিতে যারা রয়েছেন- আহŸায়ক মোঃ দুলাল হোসেন মিয়াজী, সিনিয়র যুগ্ম আহŸায়ক মোঃ জাকির হোসেন, যুগ্ম আহŸায়ক মোঃ ওয়ালী উল্যাহ প্রধান, মোঃ দেলোয়ার হোসেন পাঠান, মোঃ রফিক প্রধান, মোস্তফা ফরাজী, কাদির প্রধান, হাবিবুর রহমান, সফিউল্যাহ ও নূরে আলম, সম্মানীত সদস্য- মোঃ জাকির হোসেন মিয়াজী, এড. আব্দুল মান্নান মিয়াজী, মোঃ মজিবুর রহমান মন্টু, চাঁন মিয়া ছৈয়াল, ইলিয়াছ প্রধান, আব্দুল কাদের মিয়াজী, জাহাঙ্গীর ফরাজী, আনোয়ার হোসেন মনা, নূর হোসেন, মোঃ রুহুল আমিন মিয়াজী, আয়নাল হক মিয়াজী, খলিলুর রহমান বেপারী, মোঃ শরীফ সরকার, ফারুক প্রধান, সাইফুদ্দিন সাগর, শাহজাহান দেওয়ান, লোকমান কাজী, শাহীন খান, হুমায়ুন কবির, শহিদ মিয়াজী, দেলোয়ার হোসেন, জসিম উদ্দিন দিপু, আব্দুল খালেক প্রধান, আল মাহমুদ অভি ও জহিরুল ইসলাম। ৯নং ওয়ার্ড বিএনপির কমিটিতে যারা রয়েছে-তারা হলো আহŸায়ক মোঃ নজরুল ইসলাম নয়ন হাজরা, সিনিয়র যুগ্ম আহŸায়ক মোঃ ছায়েদুজ্জামান, দুলাল মিজি, যুগ্ম আহŸায়ক- মোঃ কামাল মিজি, মিজান বকাউল, আবুল কালাম মিজি, সম্মানীত সদস্য- চঞ্চল প্রধান, জিএম খলিলুর রহমান, বদিউজ্জামান প্রধান, মোঃ মিজানুর রহমান প্রধান, নাছির বকাউল, ওবায়দুল্লাহ প্রধান, কারী বশির উল্যাহ মৃধা, আব্দুল মতিন মৃধা, তাজুল ইসলাম বকাউল, আক্কাছ প্রধান, কালু বকাউল, রঞ্জী বকাউল, আলাউদ্দিন সরকার, আতর খান, ওহাব খান, ফারুক গাজী, ছিনু গাজী, সোয়েল বকাউল, শাহজাহান মৃধা, বিল্লাল প্রধান, মতিন, মোস্তফা প্রধান, আবুল বাশার গাজী, ইয়াছিন প্রধান, সিরাজ খসরু ও মিজান।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur