Home / উপজেলা সংবাদ / মতলব পৌর নির্বাচনে দফায় দফায় সংঘর্ষ : আহত ২০
মতলব পৌর নির্বাচনে দফায় দফায় সংঘর্ষ : আহত ২০

মতলব পৌর নির্বাচনে দফায় দফায় সংঘর্ষ : আহত ২০

চাঁদপুরের মতলব পৌরসভা নিার্বচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মাঝে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ৩০ ডিসেম্বর পৌরসভার বিভিন্ন কেন্দ্রে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে কাউন্সিলর লিয়াকত আলী সরকারসহ কমপক্ষে ২০জন গুরুতর আহত হয়। আহতদেরকে মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষে আহতরা হলো- ২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃ লিয়াকত আলী সরকার (৬০), ৬নং ওয়ার্ডের ঢাকিরগাঁও মনির হোসেন প্রধান (৩২), নবকলস গ্রামের জুনায়েদ (১৫), ইভান (২৬), ১নং ওয়ার্ডের বাইশপুর গ্রামের মিরান হোসেন মিয়াজী (৩৮), সোহেল (২৮), ৩নং ওয়ার্ডের মধ্য কলাদী গ্রামের নাছির উদ্দিন (৩৫), ৪নং ওয়ার্ডের চরমুকুন্দি গ্রামের অলি উল্লাহ সরকার (৫০), আবুল বাসার (২৭), বাবর (২১), চরনিলক্ষী গ্রামের রিভন (১৯), ৫নং ওয়ার্ডের উদ্দমদী গ্রামের সোহাগ (৩০) ও মতলব উত্তর উপজেলার কলসভাঙ্গা গ্রামের মোঃ জসিম উদ্দিন (২৯)। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মুক্তিযোদ্ধা মোঃ লিয়াকত আলী সরকার, মিরান হোসেন মিয়াজী, মনির হোসেনসহ বেশ কয়েকজনকে চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

এছাড়া আহতদের ৪জন মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এদিকে ৬নং ওয়ার্ডের নবকলস গ্রামে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় ৩টি ককটেল বিষ্ফোরনের ঘটনা ঘটে। সংবাদ পেয়ে তাৎক্ষনিক পুলিশ, র‌্যাব, বিজিবি এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে

স্টাফ করেসপন্ডেন্ট : আপডেট- ০১ : ৫৭ এএম, ৩১ ডিসেম্বর,২০১৫ বৃহস্পতিবার