Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলবে দলিল লিখক সমিতির কলম বিরতিতে দুর্ভোগে গ্রাহকরা
Pen ...
প্রতীকী ছবি

মতলবে দলিল লিখক সমিতির কলম বিরতিতে দুর্ভোগে গ্রাহকরা

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস স্থানান্তরের প্রতিবাদে কলম বিরতি পালন করছে দলিল লিখকরা। বুধবার (১২ সেপ্টেম্বর) ছিলো কলম বিরতির চতুর্থ দিন।

এতে ভূমি রেজিস্ট্রি করতে আসা জনসাধারনের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

গত ৯ সেপ্টেম্বর বেলা ১১টায় সাব-রেজিস্ট্র্রি অফিসের সামনে মানব বন্ধন কর্মসূচি পালনকালে উপজেলা দলিল লিখক ও ভেন্ডার সমিতি অর্নিদিষ্টকালের কলম বিরতি ঘোষণা করে।

দলিল লিখক সমিতির সভাপতি জিয়াউল মোস্তফা তালুকদার চাঁদপুর টাইমসকে বলেন, ‘হাজার হাজার মানুষের দুর্ভোগ সৃষ্টি করে উপজেলা সদর থেকে ৫ কিলোমিটার দুরে নদীর পার্শ্ববর্তী এলাকায় কাজী সুলতান নামক ব্যক্তি তার স্বার্থের জন্য সাব-রেজিস্ট্রার অফিসটি স্থানান্তর করছে।’

ভেন্ডার সমিতির সভাপতি সাদেক তালুকদার বলেন, ‘উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাব-রেজিস্টার অফিস নির্মাণের কাজ করায় এ কর্মসূচি দেয়া হয়েছে।’

উপজেলা সাব-রেজিস্ট্রার অসীম পল্লল বলেন, ‘অফিস স্থানান্তরের বিষয়ে আমার কোনো হাত নেই। যেখানে অফিস হবে, সেখানেই কাজ করতে হবে। তবে জনগণের বৃহৎ স্বার্থে অফিসটি উপজেলা সদরের নিকটবর্তী স্থানে হলে ভাল হয়। এছাড়া প্রতিদিন লাখ লাখ টাকার লেনদেন এবং নিরাপত্তার প্রশ্ন রয়েছে।’

স্টাফ করেসপন্ডেন্ট, মতলব দক্ষিণ

Leave a Reply