Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলব দক্ষিণে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা
প্রতিষ্ঠানকে

মতলব দক্ষিণে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের মতলব বাজারে ভ্রাম্যমান আদালতে বিভিন্ন অপরাধে ঔষধ ফার্মেসি ও মুদি দোকান সহ ছয়টি ব্যবসা প্রতিষ্ঠানে বিশ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে সরকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনিম আক্তারের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করা হয়।

মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখা এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তিনটি ফার্মেসিকে জরিমানা করা হয়। তন্মোধ্যে জয় তারা ফার্মেসী ২০০০ টাকা, বকাউল ফার্মেসী ৫০০ টাকা,মুন্না পাটোয়ারীর ফার্মেসীতে ৫০০০ টাকা এবং পাট জাতক মোড়ক ব্যবহার আইনে ,খোরশেদের মুদী দোকান ৩০০০ টাকা, টুকু হাজীর চালের দোকানে ৫০০০ টাকা ও চক্রবর্তীর চালের দোকানে ৫০০০ টাকা জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন চাঁদপুরের সহকারী পরিচালক ফোয়ারা ইয়াসমিন,মতলব বাজার ড্রাগিস্ট এন্ড কেমিস্ট সমিতির সভাপতি এবং মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজ মল্লিক ও থানা পুলিশ।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ১৭ মে ২০২৩