বাংলাদেশ এ্যাথলেটিকস ফেডারেশনের আয়োজনে ও মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ৫১তম শীতকালীন জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ আলী রেজা আশরাফী। আরো বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহকারী অফিসার আসমা আক্তার,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম আলেক।
অনুষ্ঠান পরিচালনা করেন মতলব সরকারী জেবি উচ্চ বিদ্যালয়ের শরীর চর্চা শিক্ষক আঃ আওয়াল। সবশেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ১৬ জানুয়ারি ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur