Home / সারাদেশ / শরীয়তপুরে ট্রাকের নিচে ঢুকে গেল অ্যাম্বুলেন্স, রোগীসহ নিহত ৬
ট্রাকের

শরীয়তপুরে ট্রাকের নিচে ঢুকে গেল অ্যাম্বুলেন্স, রোগীসহ নিহত ৬

শরীয়তপুরের জাজিরায় সড়ক দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সের ৬ আরোহী নিহত হয়েছেন। ১৭ জানুয়ারি সোমবার দিবাগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পদ্মা সেতু দক্ষিণ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুরজ উদ্দিন আহমেদ বলেন, ‘অ্যাম্বুলেন্সটি বরিশালের কলেজ রোড থেকে ঢাকার দিকে যাচ্ছিল। ট্রাকটিও ঢাকার দিকেই প্রবেশ করছিল। অ্যাম্বুলেন্সটি পেছন থেকে সিলিন্ডার বোঝাই ট্রাককে ধাক্কা দিয়ে ট্রাকের নিচে ঢুকে যায়। এ সময় অ্যাম্বুলেন্সে থাকা ছয় আরোহীর সকলেই নিহত হন।’ অ্যাম্বুলেন্সটি ট্রাকের দুই হাত ভেতরে ঢুকে যায় বলে জানান তিনি।

নিহতদের নাম–পরিচয় জানা গেছে কিনা এ বিষয়ে তিনি বলেন, ‘নিহতদের মধ্যে চার অ্যাম্বুলেন্স যাত্রী, চালক ও হেলপার ছিলেন। যাত্রী চারজনের মধ্যে যিনি রোগী ছিলেন তাঁর নাম জাহানারা বেগম (৫৫)। বাকি তিনজন হলেন—ওই রোগীর ছেলে ও মেয়ে। অন্য একজনের পরিচয় জানা যায়নি।’

ঘন কুয়াশায় এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

বার্তা কক্ষ, ১৭ জানুয়ারি ২০২৩