Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলব দক্ষিণে যুব দিবস পালিত
যুব দিবস

মতলব দক্ষিণে যুব দিবস পালিত

চাঁদপুরের মতলব দক্ষিণে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ১ নভেম্বর জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিম আক্তার। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ।

তিনি বলেন, প্রশিক্ষণ নিয়ে যুবকরা কর্মসংস্থান গড়ে তুলবে। নিজে স্বাবলম্বী হবে এবং অন্যদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে।

বঙ্গবন্ধুর বাংলাদেশে কেউ বেকার থাকবে না। বেকার যুবকদের প্রশিক্ষণের মাধ্যমেই দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা হবে। তাই প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। যুব মন্ত্রণালয় যুবক-যুবতীদেরকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের জন্য ব্যাংকের মাধ্যমে লোন দিয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টি করছে।

তিনি আরো বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনতে হবে। এজন্য এ প্রজন্মের যুবক-যুবতীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুব দিবস উপলক্ষে বলেছেন, স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ। প্রধানমন্ত্রীর এ উদ্যোগকে আমরা স্বাগত জানাই।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা রিয়াদুল আলম রিয়াদ, রূপসী বাংলা সংগঠনের সভাপতি মজিবুর রহমান, সফল আত্মকর্মী সালমা আক্তার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ফারুক হোসেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন রংধনু সমাজ উন্নয়ন সংস্থার সচিব শ্যামল চন্দ্র দাস। পবিত্র কোরআন তেলাওয়াত করেন ফয়সাল আলম, গীতা পাঠ করেন পলাশ সরকার।

অনুষ্ঠানের পূর্বে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে যুব প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও নগদ অর্থ প্রদান করা হয়। এ সময় বিআরডিবির চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন, উপজেলা প্রকৌশলী মোঃ জাকির হোসেন মজুমদার, উপজেলা শিক্ষা অফিসার নাজমুন নাহার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজনিন আফরোজসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ১ নভেম্বর ২০২৩