মতলব দক্ষিণে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে শুক্রবার (৯ ডিসেম্বর) মানববন্ধন ও আলোচনা সভার মধ্যে দিয়ে রোকেয়া দিবস পালিত হয়েছে।
মানববন্ধন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম। মতলব প্রেসক্লাবের সদস্য গোলাম হায়দার মোল্লার পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মী রাণী দাস তারা, মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রোটা.শ্যামল চন্দ্র দাস।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নির্যাতিত নারী আজমিরী বেগম, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী নাছিমা বেগম। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আমেনা বেগম ও কোরআন থেকে তিলায়াত করেন নাসিমা বেগম। আলোচনা শেষে শ্রেষ্ঠ ৫ জন জয়ীতাদের মাঝে সনদ ও সম্মাননা পুরষ্কার প্রদান করা হয়।
প্রতিবেদক- করেসপন্ডেন্ট : আপডেট, বাংলাদেশ সময় ২ : ০০ এএম, ১০ ডিসেম্বর ২০১৬, শনিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur