Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলব দক্ষিণে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স প্রদর্শন
মতলব দক্ষিণে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স প্রদর্শন

মতলব দক্ষিণে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স প্রদর্শন

সন্ত্রাস জঙ্গিবাদ ও উগ্র সাম্প্রদায়িকতা প্রতিরোধের লক্ষ্যে মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্স প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়।

শনিবার (১৯ নভেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে ভিডিও কনফারেন্সিং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোঃ শহীদ উল্লাহ সায়েদ, মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রোটাঃ শ্যামল চন্দ্র দাস, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক উত্তম কুমার ঘোষ, ইমামদের পক্ষে বক্তব্য রাখেন উপজেলা জামে মসজিদের খতিব আলহাজ্জ্ব মাওলানা মোরশেদুল ইসলাম সিরাজী। কোরআন তেলাওয়াত করেন মাওলানা মোজাম্মেল হক গীতা পাঠ করেন মুক্তিযোদ্ধা বিভতী ভুষণ মজুমদার। উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক-বিন জামানের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ.এইচ.এম গিয়াস উদ্দিন, সহ-সভাপতি হুমায়ন কবির প্রধান, দেওয়ান রেজাউল করিম, আনিসুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক বি.এইচ কবির আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শওকত আলী বাদল, মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষী রানী দাস (তারা), সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ কুতুব উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম.এ আজিজ বাবুল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা একেএম মাহাবুবুর রহমান, উপজেলা কৃষি অফিসার তাজুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার স্বপন চন্দ্র বর্মন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আল-আমিন ফরাজী, সিনিয়র যুগ্ম আহবায়ক হোসাইন মোঃ কঁচিসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, উপজেলা আওয়ামীলীগসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ ও সুধীজন।

এছাড়া ভিডিও কনফারেন্স উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে প্রদর্শন করা হয়।

এ ভিডিও কনফারেন্স চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার ৭৫০৯টি স্থানে প্রদর্শন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম বিভাগের ৫টি জেলায় সরাসরি জেলা প্রশাসকসহ বিভিন্ন স্তরের পেশাজীবিদের সাথে কথা বলেন।

: আপডেট, বাংলাদেশ সময় ৮:৩০ পিএম, ১৯ নভেম্বর ২০১৬, শনিবার
ডিএইচ

প্রতিবেদক- মাহফুজ মল্লিক, মতলব দক্ষিণ

Leave a Reply