মতলব দক্ষিণ উপজেলায় নতুন করে আরো আট জন করোনায় আক্রান্ত হয়েছেন। একদিনের ব্যবধানে আজ ও কাল ১৫ জনের রিপোর্ট পজেটিভ এসেছে। এ নিয়ে উপজেলায় সর্বমোট ৩৮ জন করোনা রোগী শনাক্ত হলো। আজ ১৩ জুন শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
মতলব স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়,গতকাল শনিবার ১০ জনের নমুনা পরীক্ষার ফলাফল আসে। এর মধ্যে আট জনের করোনা পজেটিভ ও অপর দুই জনের করোনা নেগেটিভ ফলাফল আসে। এদের মধ্যে পূর্বে সংক্রমিত দু’ জনের করোনা নেগেটিভ এসেছে বলে জানা গেছে।
সূত্রে প্রকাশ,উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা থাকায় আজ করোনায় আক্রান্তদের পরিচয় জানা যায় নি। তবে মতলব সদর ও আশপাশের বাসিন্দারা বেশি সংক্রমিত হচ্ছে বলে দেখা গেছে।
সূত্রটি জানায়, এখনো কিছু নমুনা পরীক্ষার ফলাফল অপেক্ষামান রয়েছে। দেরিতে এ উপজেলায় করোনার সংক্রমণ শুরু হলেও বর্তমানে এর দ্রুত প্রাদুর্ভাব বিস্তারে জনগণ আতঙ্কে আছে। দিন দিন আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। করোনার রেড জোনের তালিকায়ও রয়েছে এ উপজেলাটি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম কাওছার হিমেল বলেন, নতুন করে আক্রান্তদের বাড়ি লকডাউনের প্রস্তুতি চলছে। আক্রান্ত ব্যক্তিদের পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা হবে।তারা নিজেদের বাড়িতে চিকিৎসাধীন আছে। এছাড়াও তিনি সকলকে ঘরে থাকতে অনুরোধ করেন।
প্রতিবেদক:মাহফুজ মল্লিক,১৩ জুন ২০২০