Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলব দক্ষিণে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু
matlab

মতলব দক্ষিণে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু

‘খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথাও ভাবুন’ এ প্রতিপাদ্যে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০১৮ উদযাপনে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় র‌্যালী ও এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ এপ্রিল) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. একেএম মাহাবুবুর রহমানের সভাপতিত্বে এ্যাডভোকেসী সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম, জেলা কৃষকলীগের সভাপতি মোঃ জয়নাল আবেদীন প্রধান, উপজেলা প্রণাসম্পদ কর্মকর্তা ডা. নজরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা খানম, উপজেরা যুব উন্নয়ণ কর্মকর্তা আতম বোরহানউদ্দিন, নায়েরগাঁও দক্ষিণ ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, মাইটিভির মতলব প্রতিনিধি রোকনুজ্জামান রোকন।

সভাশেষে ‘খাদ্যের কথা ভাবলে-পুষ্টির কথা ভাবুন’ প্রতিপাদ্য বিষয় নিয়ে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

এ্যাডভোকেসী সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ল²ী রানী দাস তারা, মতলব প্রেসক্লাবের সভাপতি গোলাম সারওয়ার সেলিম, সধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, সহ-সাংগঠনিক সম্পাদক মাহফুজ মল্লিকসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা , জনপ্রতিনিধি, সাংবাদিদকবৃন্দ ও সুধীজন।

প্রতিবেদক : মতলব দক্ষিণ করেসপন্ডেন্ট

Leave a Reply