জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ মতলব দক্ষিণ উপজেলা শাখার প্রশিক্ষণ কর্মশালা গত ১০ নভেম্বর দুপুরে অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষক হিসেবে বক্তব্যে রাখেন সঙ্গীত নিকেতন চাঁদপুর ও কেন্দ্রীয় প্রশিক্ষক অধ্যক্ষ স্বপন সেন গুপ্ত, কেন্দ্রীয় প্রশিক্ষক ও সদস্য মিতা পাল।
সভাপতিত্ব করেন জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সদস্য দুলাল পোদ্দার।এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ চাঁদপুর শাখার সাধারণ সম্পাদক দীপক চক্রবর্তী, মতলব দক্ষিণ শাখার সভাপতি শাহানা ফেরদৌস ইতি,সহ সভাপতি ফারুক আহমেদ বাদল, নুরুন নাহার শিল্পী, অনুপমা পাল,সাধারণ সম্পাদক লিপিকা রাণী সাহা,সম্পাদক পলাশ চক্রবর্তী, মাহফুজ মল্লিক, মঞ্জু বনিক, হালিমা আজহার,জয়ন্তী ভৌমিকসহ সকল সদস্যবৃন্দ।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ১১ নভেম্বর ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur