Home / উপজেলা সংবাদ / কচুয়া / মতলব দক্ষিণে গ্রীষ্মকালীন ক্রীড়ার পুরষ্কার বিতরণ
মতলব দক্ষিণে গ্রীষ্মকালীন ক্রীড়ার পুরষ্কার বিতরণ

মতলব দক্ষিণে গ্রীষ্মকালীন ক্রীড়ার পুরষ্কার বিতরণ

মতলব দক্ষিণ উপজেলায় ৪৫তম জাতীয় স্কুল ও মাদ্রাসার গীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সোমবার (২২ আগস্ট) মতলব নিউ হোস্টেল মাঠে অনুষ্ঠিত হয়। ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ অংশ গ্রহণ করেন।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার। মাধ্যমিক অফিসের হিসাব রক্ষক নাসির উদ্দিনের পরিচালায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম খান প্রমুখ।

পুরষ্কার বিতরণের পূর্বে স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় মেয়েদের মধ্যে কাবাডি খেলায় বোয়ালিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও ফুটবল খেলায় মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। অপর দিকে ছেলের কাবাডি খেলায় দগরপুর আ. গনি উচ্চ বিদ্যালয়, হ্যান্ডবল খেলায় মতলবগঞ্জ জে.বি পাইলট উচ্চ বিদ্যালয় এবং ফুটবল খেলায় নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম আলেক, মতলবগঞ্জ জে.বি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বোরহান উদ্দিন, মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কবির হোসেন, নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ, মতলবগঞ্জ জে.বি পাইলট উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আব্দুল আউয়াল, আদর্শ স্কুল মতলবের ক্রীড়া শিক্ষক মোঃ বোরহান উদ্দিন সরকার, দগরপুর উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক দুলাল হোসেন, ক্রীড়া শিক্ষক মোঃ শাহআলম, নূর মোহাম্মদ, ফাতেমা আক্তার, রেহেনা বেগম প্রমুখ।

মতলব দক্ষিণ করেসপন্ডেন্ট : আপডেট, বাংলাদেশ সময় ১১:৫০ পিএম, ২২ আগস্ট ২০১৬, সোমবার
ডিএইচ

Leave a Reply