Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলব উপাদী ইউনিয়নে নির্বাচনী জনসভার স্থান পরিদর্শন
মতলব উপাদী ইউনিয়নে নির্বাচনী জনসভার স্থান পরিদর্শন

মতলব উপাদী ইউনিয়নে নির্বাচনী জনসভার স্থান পরিদর্শন

চাঁদপুর মতলব দক্ষিণ উপজেলার উপাদী উত্তর ইউনিয়নে বহরী আড়ং বাজার মাঠে উপাদী উত্তর ও উপাদী দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠনের সমন্বয়ে আগামী ১৮ জানুয়ারি বেলা ২টায় নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। নির্বাচনী জনসভা সফল করার লক্ষ্যে মাঠ-মঞ্চ তৈরীর ব্যাপক প্রস্তুতি চলছে।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) বহরী নেছার আড়ং বাজারের জনসভার স্থান পরিদর্শন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ।

তিনি উপস্থিত দলীয় নেতাকর্মীদেরকে জনসভা সফল করতে পরামর্শ প্রদান করেন। পরে তিনি উপাদী উত্তর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন।

এসময় উপস্থিত ছিলেন উপাদী দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি মো. গোলাম মোস্তফা, উপাদী উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সোলেমান প্রধান, উপাদী উত্তর ইউনিয়নের চেয়ারম্যান শহিদ উল্লাহ প্রধান, উপাদী উত্তর ইউনিয়ন আওয়ামী লীগেরসহ সভাপতি মো. শাহ আলম, দেলোয়ার হোসেন মাস্টার, আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আব্দুল মতিন, উপজেলা মহিলা আওমামী লীগের সাধারণ সম্পাদক আছমা আক্তার আখি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক রোটা. শ্যামল চন্দ্র দাস, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক গোলাম হায়দার মোল্লা, মাইন উদ্দিন মেম্বার, উপাদী দক্ষিণ স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মোঃ রুবেলসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ, মহিলা আওয়ামী লীগসহ দলীয় নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া) বীর বিক্রম এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা সাজেদুল হোসেন চৌধুরী দীপু। জনসভায় সভাপতিত্ব করবেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম গিয়াস উদ্দিন ও পরিচালনা করবেন সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ।

এছাড়াও আওয়ামী লীগসহ দলীয় নেতৃবৃন্দরা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।

জনসভায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ, মহিলা আওয়ামী লীগসহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরকে দলে দলে যোগদানের জন্য অনুরোধ জানিয়েছেন আয়োজকবৃন্দরা।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক, মতলব দক্ষিণ
আপডেট, বাংলাদেশ সময় ১০ : ৩০ পিএম, ১৬ জানুয়ারি ২০১৮,মঙ্গলবার
এইউ