চাঁদপুরের মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি ) মো.নাসির উদ্দিন মৃধার দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ১৫ জুলাই বুধবার মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.নুশরাত জাহান মিথেন বিষয়টি নিশ্চিত করেছে।
মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ১৩ জুলাই করোনা ভাইরাস পরীক্ষার জন্য ১৪ জনের নমুনা পাঠানো হয়। বুধবার ১টি নমুনার পরীক্ষা রির্পোট আসে। ১টি রির্পোটই পজেটিভ আসে। সেটি হলো মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি ) মো. নাসির উদ্দিন মৃধার। বর্তমানে তিনি তার সরকারি বাসভবনে কোয়ারেন্টাইনে আছেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.নুসরাত জাহান মিথেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আজকে ওসির করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। এ নিয়ে মতলব উত্তরে মোট ৭৯ জন আক্রান্ত। মৃতের সংখ্যা ৮ জন। তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।
এদিকে, ওসি মো. নাসির উদ্দিন তার সুস্থ্যতা কামনায় সকলের নিকট দোয়া কামনা করেছেন।
স্টাফ করেসপন্ডেট, ১৫ জুলাই ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur