Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / মতলব উত্তরে ৯ ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী ৯ জন
ইউনিয়নে

মতলব উত্তরে ৯ ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী ৯ জন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৯ ইউনিয়নেই বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে আওয়ামী লীগেরই ৯ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছে। এরা নিজেদেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাবি করলের তাদের প্রত্যেকেরই রয়েছে দলীয় পদ। তাদের মধ্যে কেউ বর্তমান পদে আবার কেউবা সাবেক পদে।

ইতিমধ্যে অনেককেই কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক চাঁদপুর জেলা আওয়ামী লীগ বহিষ্কার করা হয়েছে। তবে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়েছিলো এই ৯জন প্রার্থী। দলীয় মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা।

উপজেলার ৯ ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের বিরুদ্ধে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন এরা হলেন, ষাটনল ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য (সদ্য বহিষ্কৃত) আনারস প্রতীকের ফেরদাউস আলম সরকার,বাগানবাড়ি ইউনিয়ন যুবলীগের সভাপতি আনারস প্রতীকের আব্দুল আল-মামুন,সাদুল্যাপুর ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আনারস প্রতীকের (সদ্য বহিষ্কৃত) জোবায়ের আজিম স্বপন পাঠান।

ফতেপুর পূর্ব ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আনারস প্রতীকের(সদ্য বহিংস্কৃত) নুরুল ইসলাম পাটোয়ারী, এখলাছপুর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য আনারস প্রতীকের প্রার্থী সাইফুল ইসলাম লিমন ঢালী, সুলতানাবাদ ইউনিয়নে চাঁদপুর জেলা যুবলীগের সাবেক সদস্য ঘোড়া প্রতীকের প্রার্থী আবু বক্কর সিদ্দিক খোকন, ফরাজীকান্দি ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আনারস প্রতীকের প্রার্থী কামাল গাজী, কলাকান্দা ইউনিয়নে কলাকান্দা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আনরাস প্রতীকের প্রার্থী ছোবহান সরকার শুভা সরকার, গজরা ইউনিয়নে উপজেলা যুবলীগের সদস্য আনরাস প্রতীকের প্রতীকের প্রার্থী মফিজুল ইসলাম দেওয়ান।

নিজস্ব প্রতিবেদক