করোনা ভাইরাসের কারেণ থমকে গেছে সব। গত কদিন শ্রমজীবী মানুষের কাজকর্ম বন্ধ থাকায় বিপাকে পড়েছেন তারা। এ অবস্থায় তাদের পাশে দাঁড়িয়েছেন চাঁদপুরের মতলব উত্তর ইঞ্জিনিয়ার্স এন্ড আর্কিটেক্টস এসোসিয়েশন (মুইয়্যা)।
মতলব উত্তর ইঞ্জিনিয়ার্স এন্ড আর্কিটেক্টস এসোসিয়েশন (মুইয়্যা) করোনা পরিস্থিতির কারণে উপজেলঅর কর্মহীন অসহায় ৫শতাধিক পরিবারের দুয়ারে দুয়ারে তাদের সসংগঠনের পক্ষে খাদ্য সহায়তা পৌছে দেওয়া হয়েছে। দৈনন্দিন শ্রমজীবী কর্মহীনদের তালিকা অনুযায়ী নাম ডাকলে তারা নিজ হাতে মাঠ থেকে এই খাদ্যসামগ্রীর প্যাকেট নিয়ে যায় ইঞ্জিনিয়ার্স এন্ড আর্কিটেক্টস এসোসিয়েশন (মুইয়্যা) ।
বৃহস্পতিবার ছেংগারচর বাজার থেকে এ খাদ্য সামগ্রী নিয়ে কর্মহীন অসহায়দের বাড়ি বাড়ি গিয়ে পৌছে দেওয়ার কাজ পরিচালনা করেন উপজেলা ছেংগারচর পৌরসভা ও ১৪টি ইউনিয়নের নেতৃবৃন্দের মাধ্যমে খাদ্য সহায়তা প্রদান করেন উপজেলার মুইয়্যার সভাপতি ইঞ্জি. এনামুল হক থান সুমন, সাধারণ সম্পাদক ইঞ্জি. মো. আরিফ হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জি. তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইঞ্জি. আরিফুল ইসলাম, প্রচার সম্পাদক ইঞ্জি. ইমরান, সহ-প্রচার সম্পাদক ইঞ্জি. ইমরান, গৃহায়ন সম্পাদক ইঞ্জি. ইয়াজ উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জি. কামরুজ্জামান, সদস্য ইঞ্জি. আলাউদ্দিন, জাকির ও সমাজসেবক মাইন উদ্দিন চৌধুরী।
মতলব উত্তর ইঞ্জিনিয়ার্স এন্ড আর্কিটেক্টস এসোসিয়েশন (মুইয়্যা) সভাপতি ইঞ্জি. এনামুল হক থান সুমন ও সাধারণ সম্পাদক ইঞ্জি. মো. আরিফ হোসেন খান বলেছেন, ছেংগারচর বাজার হইতে ইউনিয়ন ভিত্তিক খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সমাগ্রী হলো- চাল ৫ কেজি, তেল ১ কেজি, আটা ২ কেজি, আলু ৩ কেজি, ডাল ১ কেজি।
প্রতিবেদক:কামাল হোসেন খান,২ এপ্রিল ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur