চাঁদপুরের মতলব উত্তরে অটো (ব্যাটারীচালিত বাহন) ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
২৫ নভেম্বর শুক্রবার বিকেল ৫টার সময় মতলব মেঘনা-ধনাগোদা আঞ্চলিক মহাসড়কের এনায়েত নগর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহী উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের দক্ষিণ টরকী গ্রামের মহসীন বেপারীর ছেলে সালাউদ্দিন (২২) ও রুস্তম আলীর ছেলে মোহম্মদ আলী (২২)।
স্থানীয়রা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে সালাউদ্দিন ও মোহম্মদ আলী মোটর সাইকেলযোগে সাহেব বাজার যাচ্ছিলেন। পথে এনায়েত নগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটো (ব্যাটারীচালিত বাহন) সঙ্গে তার মোটরসাইকেলটি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সড়কে ছিটকে পড়ে ২জন গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। নিহতরা একে অপরের চাচতো জেঠাতো ভাই।
এ বিষয়ে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।
সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেন সুলতানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক খোকন। তিনি নিহতদের রূহের মাগফিরাত কামনা করেন এবং তাদের শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামীন তাদের এ শোক সহ্য করার তাওফীক দান করুন।
নিজস্ব প্রতিবেদক, ২৫ নভেম্বর ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur