Home / উপজেলা সংবাদ / মতলব উত্তরে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
যুবলীগের

মতলব উত্তরে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও কেক কাটা উৎসবের আয়োজন করে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা আওয়ামী যুবলীগ ও ছেংগারচর পৌর যুবলীগ।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য সাবেক মন্ত্রী মায়া চৌধুরীর জ্যেষ্ঠ পুত্র সাজেদুল হোসেন চৌধুরী দিপুর আয়োজনে আজ ১১ নভেম্বর শনিবার বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর আওয়ামীলীগ,অঙ্গ ও সহযোগি সংগঠনের কার্যালয়ে আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেককাটা, বর্ণাঢ্য র‌্যালি ও মিলাদ ও দোয়াসহ নানান অনুষ্ঠানের মধ্যদিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয় ।

অনুষ্ঠানে মতলব উত্তর উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ হোসেনের সভাপতিত্বে ও ছেংগারচর পৌর আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ জাকির খানের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ৬নং কলাকান্দা ইউপির দুই বারের নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান যুবলীগ নেতা আঃ ছোবহান সরকার সুভা, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য আহসান উল্ল্যাহ হাসান, ছেংগারচর পৌর আওয়ামীলীগের সভাপতি হাজ্বী মনির হোসেন বেপারী, সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী, আওয়ামী লীগ নেতা অ্যাড. সেলিম মিয়া, উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি মোঃ নিজাম উদ্দিন রাঢ়ী, সাদুল্ল্যাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদ ইউসুফ মিয়া, উপজেলা যুবলীগের সদস্য রেদয়ান খন্দকার, সাদুল্ল্যাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম আকতার ঢালী, সম্পাদক আরিফুল হক খোকা, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রহমত উল্ল্যাহ সরকার লিখন, সুলতানাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি জিলানী, পৌর কৃষকলীগের সভাপতি আঃ কাদির প্রধান. ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি মনির হোসেন, পৌর যুবলীগ নেতা বিল্লাল হোসেন মিঝি,এখলাছপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি বাদশা মিয়া, জহিরাবাদ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মকবুল হোসেন, ষাটনল ইউনিয়ন যুবলীগের সাধারন সেলিম খান টিটু, ছেংগারচর পৌর যুবলীগ নেতা বাদল ঢালী, পৌর যুবলীগের সদস্য নাজমুল খান প্রমূখ। আলোচনাসভার শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন, ছেংগারচর পৌর আওয়ামীলীগের সভাপতি হাজ্বী মনির হোসেন বেপারী।

এসময় উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা বিশিষ্ট সমাজ সেবক বোরহান চৌধুরী, পৌর আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক চাঁন মিয়া বেপারী, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ কাউছার আহম্মেদ, পৌর আওয়ামীলীগ নেতা ও সাবেক কমিশনার মোঃ খোকন প্রধান, মোহনপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি বদিউল আলম তফাদার, মোহনপুর ইউনিয়ন যুবলীগ নেতা রিপন চৌধুরী, সুলতানাবাদ ইউনিয়ন যুবলীগ নেতা গফুর সরকার,পৗর পৌর আওয়ামীলীগের ১নং ওয়ার্ড শাখার সভাপতি জাহাঙ্গীর ভুইয়া, ৫নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক মোসলেম দেওয়ান, ৪নং ওয়ার্ড শাখার সভাপতি শাহজালাল খান, ছেংগারচর পৌরসভার ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ আল-আমিন সরকার,উপজেলা যুবলীগ নেতা খোরশেদ আলম,এসএম নোমান দেওয়ান, পৌর যুবলীগ নেতা ইসমাইল হোসেন, উজ্জল সরকার, পৌর মৎস্যজীবিলীগের সভাপতি মোঃ জনি সরকার,ছেংগারচর পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোঃ ইয়াছিন খান, পৌর মৎস্যজীবিলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আল-আমিন বেপারী, পৌর যুবলীগ নেতা মোবারক হোসেন, মানিক বেপারী, আরমান কাজী, সোহেল রানা,মোঃ আবুল কালাম,মাইন উদ্দিনসহ আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ১৯৭২ সালের ১১ নভেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে এক যুব কনভেনশনের মাধ্যমে দেশের প্রথশ ও সর্ববৃহৎ এই যুব সংগঠন প্রতিষ্ঠিত হয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রথিতযশা সাংবাদিক শেখ ফজলুল হক মনি এ সংগঠন প্রতিষ্ঠা করেন।
নেতারা আশাবাদ ব্যক্ত করেন, যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির সুযোগ্য সন্তান শেখ ফজলে শামস পরশ ও যুবনেতা মাইনুল হোসেন খান নিখিলের বলিষ্ঠ নেতৃত্বে সারা দেশে সংগঠন আরও শক্তিশালী হবে।

তারা আরও বলেন, কেন্দ্র ঘোষিত যেকোনো কর্মসূচি পালনে সদা তৎপর রয়েছে মতলব উত্তর উপজেলা আওয়ামী যুবলীগ ও ছেংগারচর পৌর আওয়ামী যুবলীগ।
আলোচনা সভায় যুবলীগের নেতৃবৃন্দ বলেন, আন্দোলনের নামে বিএনপি-জামাত অরাজকতার চেষ্টা করবে সেখানেই বাংলাদেশ আওয়ামীলীগের অন্যতম প্রসিডিয়াম সদস্য আধুনিক মতলবের রুপকার মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য সাবেক মন্ত্রী মায়া চৌধুরীর জ্যেষ্ঠ পুত্র সাজেদুল হোসেন চৌধুরী দিপুর নেতৃত্বে এই মতলবে তাদের প্রতিরোধ করবে যুবলীগ। তারা আন্দোলনের নামে পেট্রোল বোমা দিয়ে হাজার হাজার মানুষকে পুড়িয়ে হত্যা করেছিল। তারা দেশকে জঙ্গি রাষ্ট্র পরিণত করেছিল। তারা আবারও আন্দোলনের নামে মানুষকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বাংলাদেশের জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে।
এ সময় নেতৃবৃন্দ বলেন, বিএনপি-জামাত গোষ্ঠী আন্দোলনের নামে বাংলাদেশে ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়। বাংলাদেশ আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে দেশবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত করবে।

যুবলীগের নেতৃবৃন্দ আরও বলেন, বিএনপি-জামাত কোন আঘাত হানার চেষ্টা করলে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম ও সাজেদুল হোসেন চৌধুরী দিপুর নেতৃতে যুবলীগের প্রত্যেকটি নেতা-কর্মী রাজপথেই বিএনপি-জামাতের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। এদিকে আলোচনা সভা শেষে বিএনপি জামায়াতের মানুষ হত্যা, নৈরাজ্য ও সন্ত্রাস এবং অবৈধ হরতাল ও অবরোধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি পৌর আওয়ামী লীগের দরয়ি কার্যালয় হইতে শুরু হয়ে মতলব উত্তর থানা রোড হয়ে ছেংগারচর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। মিছিলে ৬নং কলাকান্দা ইউপির দুই বারের নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান যুবলীগ নেতা আঃ ছোবহান সরকার সুভার নেতৃত্বে কয়েক শতাধিক নেতাকর্মী মিছিল নিয়ে কর্মসুচিতে অংশ গ্রহণ করেন। এরপর দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। মোনাজাত ও দোয়া পরিচালনা করেন, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য সাবেক মন্ত্রী মায়া চৌধুরীর জ্যেষ্ঠ পুত্র সাজেদুল হোসেন চৌধুরী দিপু। তিনি ঢাকায় দলীয় কর্মসুচিতে ব্যস্ত থাকায় অনুষ্ঠানে অংশ গ্রহণ করতে পারেনি। তবে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবলীগের সকল নেতাকর্মীদেরকে তিনি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

প্রতিবেদক: খান মোহাম্মদ কামাল, ১১ নভেম্বর ২০২৩